Actress Who Married Villains: কপালে জোটেনি হিরো! বলিউড ভিলেনদের বিয়ে করেছেন যে ৪ নামী অভিনেত্রীরা, চিনুন তাঁদের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিনুন এই সব অভিনেত্রীদের৷ যারা বলিউডের 'ভিলেন'দের তাঁদের জীবনসঙ্গী করেছেন।
advertisement
advertisement
advertisement
পূজা বাত্রা: বিখ্যাত বলিউড অভিনেত্রী পূজা বাত্রা ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন এবং ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ১৯৯৩-তে জিতেছিলেন এবং মিস ইন্টারন্যাশনাল ১৯৯৩-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এর পরে, তিনি বলিউডে পা রাখেন৷ অল্প সময়ের মধ্যেই তিনি বড় পর্দায় জনপ্রিয় হন। তিনি ২০১৯ সালে নবাব শাহের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন এবং তাঁদের বিয়ে নিয়েও অনেক আলোচনা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
শিবাঙ্গী কোলহাপুরে: ৮এর দশকে অনেক ছবিতে কাজ করেছিলেন। মিঠুন থেকে অমিতাভ বচ্চন... শিবাঙ্গী অনেক ছবিতে কাজ করেছেন৷ তবে কোনও হিরো নন, বলিউডের সবচেয়ে নামী ভিলেন শক্তি কাপুরকে তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তাঁরা দু’জনেই সুখে সংসার করছেন৷ তাঁদের মেয়ে শ্রদ্ধা কাপুরও এখন বলিউড নায়িকা৷ ছেলে সিদ্ধার্থও অভিনয় করেন৷ শিবাঙ্গী যদিও বিয়ের পর কাজ ছেড়ে দেন৷