নিজের যতটুকু প্রয়োজন তার বেশি আর কিছু তিনি রাখবেন না নিজের কাছে। শুরু করলেন জামাকাপড় দিয়ে। নিজের পুরনো জামা, নতুন জামা (এক বার পরেছেন অথবা একবারও পরেননি) নিলাম করে অর্থ জোগাড় করবেন বলে স্থির করলেন। সেই টাকা দিয়ে কুকুর, বিড়ালদের জন্য ত্রাণ তহবিল তৈরি করবেন।
আরও পড়ুন: শাক, ডাল, মাংস, বাঙালিয়ানায় ভরপুর! সাধ খেলেন বিপাশা, বাংলা হরফে লিখে ছবি পোস্ট
advertisement
ফেসবুকে নিজের জামার সম্ভারের ছবি দিলেন শ্রীলেখা। সঙ্গে লিখলেন তাঁর পরিকল্পনার কথাও। সকলের মতামতও জানতে চাইলেন নায়িকা। নেটিজেনরা তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তাঁর উৎসাহ দিলেন।
আরও পড়ুন: কলকাতায় পবনদীপ, শো নিয়ে বড় ঘোষণা ইনস্টাগ্রামে
একইসঙ্গে সেই জামাকাপড় থেকে কিছু তিনি স্বেচ্ছাসেবী সংস্থা 'স্বপ্নের পাঠশালা'কেও দিচ্ছেন৷ যে সংস্থা সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে নিয়ে আসার লড়াই চালিয়ে যাচ্ছে।
চারপেয়ে শিশু থেকে মানবশিশু, সকলের জন্যেই সাহায্যের হাত বাড়ালেন শ্রীলেখা।