শাক, ডাল, মাংস, বাঙালিয়ানায় ভরপুর! সাধ খেলেন বিপাশা, বাংলা হরফে লিখে ছবি পোস্ট

Last Updated:
বিপাশার মা মমতা বসু মেয়েকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে সাধ খাওয়ালেন। আর সেই ছবি দিয়ে নায়িকা লিখলেন, 'মা, আমি তোমার মতো মা হতে চাই।'
1/6
সাধ খেলেন বলি তারকা বিপাশা বসু। পুরোদস্তুর বাঙালি আমেজে সাধের অনুষ্ঠান হল বঙ্গতনয়ার। সন্তান আসতে আর মাত্র কয়েক দিন। তার আগে পেটপুজোর আয়োজন। সেই ছবি আর ভিডিওই দিলেন করণ সিং গ্রোভারের স্ত্রী।
সাধ খেলেন বলি তারকা বিপাশা বসু। পুরোদস্তুর বাঙালি আমেজে সাধের অনুষ্ঠান হল বঙ্গতনয়ার। সন্তান আসতে আর মাত্র কয়েক দিন। তার আগে পেটপুজোর আয়োজন। সেই ছবি আর ভিডিওই দিলেন করণ সিং গ্রোভারের স্ত্রী।
advertisement
2/6
গোলাপি রঙের সিল্কের শাড়ি। গোলাপি ব্লাউজ। হাতে শাখা-পলার সঙ্গে ভারী ভারী হার। গলায় সোনার হার। কপালে মোটা করে সিঁদুরে সেজে উঠেছেন বিপাশা। হবু মায়ের ঔজ্জ্বল্যে মুগ্ধ নেটিজেনরা।
গোলাপি রঙের সিল্কের শাড়ি। গোলাপি ব্লাউজ। হাতে শাখা-পলার সঙ্গে ভারী ভারী হার। গলায় সোনার হার। কপালে মোটা করে সিঁদুরে সেজে উঠেছেন বিপাশা। হবু মায়ের ঔজ্জ্বল্যে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
3/6
বিপাশার মা মমতা বসু মেয়েকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে সাধ খাওয়ালেন। আর সেই ছবি দিয়ে নায়িকা লিখলেন, 'মা, আমি তোমার মতো মা হতে চাই।'
বিপাশার মা মমতা বসু মেয়েকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে সাধ খাওয়ালেন। আর সেই ছবি দিয়ে নায়িকা লিখলেন, 'মা, আমি তোমার মতো মা হতে চাই।'
advertisement
4/6
পাতে ছিল সাদা ভাত, নানা ধরনের শাক ভাজা, আলুভাজা, পটলভাজা। দু'তিন রকমের তরকারি, আলু পোস্ত, ছোলার ডাল, মাংস, মাছ, পায়েস। ভিডিও দিয়ে হবু মা লিখলেন, 'আমার ও আমার সন্তানের মহা ভোজ'।
পাতে ছিল সাদা ভাত, নানা ধরনের শাক ভাজা, আলুভাজা, পটলভাজা। দু'তিন রকমের তরকারি, আলু পোস্ত, ছোলার ডাল, মাংস, মাছ, পায়েস। ভিডিও দিয়ে হবু মা লিখলেন, 'আমার ও আমার সন্তানের মহা ভোজ'।
advertisement
5/6
গত অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন বিপাশা এবং করণ। বেবি বাম্পের ছবি দিতেই সেই ছবি প্রবল ভাইরাল হয়ে গিয়েছিল। এ বার সময় একেবারে এগিয়ে এল বলে।
গত অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন বিপাশা এবং করণ। বেবি বাম্পের ছবি দিতেই সেই ছবি প্রবল ভাইরাল হয়ে গিয়েছিল। এ বার সময় একেবারে এগিয়ে এল বলে।
advertisement
6/6
খুব তাড়াতাড়ি সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। সাধের দিন স্বামীর সঙ্গে ছবি দিেয়ে বাংলা হরফে বাংলা লিখলেন নায়িকা। আদুরে সেই পোস্টে লেখা, 'আমার মিষ্টি বেবিজ'।
খুব তাড়াতাড়ি সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। সাধের দিন স্বামীর সঙ্গে ছবি দিেয়ে বাংলা হরফে বাংলা লিখলেন নায়িকা। আদুরে সেই পোস্টে লেখা, 'আমার মিষ্টি বেবিজ'।
advertisement
advertisement
advertisement