সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নাচ করছিলেন অভিনেত্রী৷ সেই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করতেই চরম ভাইরাল৷ পাশাপাশি ধেয়ে আসে নেটিজেনদের কটাক্ষ৷
লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের৷ কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে৷ সমুদ্রের দমকা হাওয়ায় বারবার পোশাক উড়তে থাকে৷ সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রী সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে৷ শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন৷ তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে ছাড়েননি নেটিজেনরা৷
আরও পড়ুন-গদগদ প্রেম ভেঙে চুরমার! অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে রহস্যময় পোস্ট মালাইকার
আরও পড়ুন-উচ্চ কোলেস্টেরলের যম এই ফল, রোজ সকালে ২ করে খেলেই কমবে স্ট্রোকের ঝুঁকি, ওষুধের চেয়েও বেশি কার্যকরী
কটাক্ষ করে একজন লেখেন, ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে৷ তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা৷ লাল ড্রেসে মোহময়ী শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।