TRENDING:

Pratap Pothen: প্রয়াত প্রতাপ, আবাসনে মিলল জনপ্রিয় পরিচালকের দেহ

Last Updated:

শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক প্রতাপ পোথেন। বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। এ ভাবে আচমকা তিনি চলে যাবেন, কেউ ভাবতেও পারেননি। শোকবার্তাও ভরে গিয়েছে নেটদুনিয়া। শিল্পে প্রতাপের অবদানের কথা বারবার মনে পড়ছে সকলের। তা নিয়ে লেখালেখিও শুরু হয়ে গিয়েছে।
advertisement

শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ। এ দিন সকালেই পুলিশ প্রয়াত পরিচালকের আবাসনে ঘিরে রেখেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দলে দলে তারকারা সেখানে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: সৃজিতের সঙ্গে জোর টক্কর ঋত্বিকের, কে জিতবে এ বারের দ্বন্দ্বে?

advertisement

মালয়ালী ছবিতে অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রতাপের। তামিল ছবিতেও বড় বড় তারকা এবং পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে প্রতাপকে।

আরও পড়ুন: টলিউডে বাংলাদেশের নায়ক সিয়াম আহমেদ! প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয়!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তার পরে তিনি পরিচালনায় হাত দেন। ১৯৮০ সাল থেকে ছবি বানানো শুরু করেন। 'মিন্ডাম ওরু কথাল কথাই' তাঁর পরিচালিত প্রথম ছবি। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছিলেন প্রতাপ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pratap Pothen: প্রয়াত প্রতাপ, আবাসনে মিলল জনপ্রিয় পরিচালকের দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল