শুক্রবার সকালে চেন্নাইয়ের কিলপকের আবাসনে প্রতাপের দেহ মেলে। পুলিশ তরফে খবর, প্রতাপের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। যদিও আরও কিছু তথ্যের জন্য তদন্ত শুরু করবে চেন্নাই পুলিশ। এ দিন সকালেই পুলিশ প্রয়াত পরিচালকের আবাসনে ঘিরে রেখেছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দলে দলে তারকারা সেখানে উপস্থিত হয়েছেন।
আরও পড়ুন: সৃজিতের সঙ্গে জোর টক্কর ঋত্বিকের, কে জিতবে এ বারের দ্বন্দ্বে?
advertisement
মালয়ালী ছবিতে অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রতাপের। তামিল ছবিতেও বড় বড় তারকা এবং পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। নায়কের ভূমিকাতেও দেখা গিয়েছে প্রতাপকে।
আরও পড়ুন: টলিউডে বাংলাদেশের নায়ক সিয়াম আহমেদ! প্রসেনজিৎ-শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার অভিনয়!
তার পরে তিনি পরিচালনায় হাত দেন। ১৯৮০ সাল থেকে ছবি বানানো শুরু করেন। 'মিন্ডাম ওরু কথাল কথাই' তাঁর পরিচালিত প্রথম ছবি। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছিলেন প্রতাপ।