TRENDING:

Mahesh Babu: মহাবিপাকে মহেশ! দক্ষিণী সুপারস্টারকে তলব ইডির, আর্থিক তছরুপ মামলায় জড়ালেন অভিনেতা

Last Updated:

Mahesh Babu: দক্ষিণী সুপারস্টার অভিনেতা মহেশ বাবুকে তলব ইডির। আর্থিক তছরুপের মামলায় অভিনেতাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণী সুপারস্টার অভিনেতা মহেশ বাবুকে তলব ইডির। আর্থিক তছরুপের মামলায় অভিনেতাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ২৭ এপ্রিল হায়দরাবাদের ইডি অফিসে মহেশবাবুকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

মহাবিপাকে মহেশ! দক্ষিণী সুপারস্টারকে তলব ইডির, আর্থিক তছরুপ মামলায় জড়ালেন অভিনেতা
মহাবিপাকে মহেশ! দক্ষিণী সুপারস্টারকে তলব ইডির, আর্থিক তছরুপ মামলায় জড়ালেন অভিনেতা
advertisement

জানা গিয়েছে, ঘটনায় জড়িত দুটি রিয়েল এস্টেট কোম্পানি। রিয়েল এস্টেট ফার্ম সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপের সঙ্গে জড়িত আর্থিক তছরুপ মামলার তদন্তে নেমে মহেশকে তলব ইডির। এই দুই কোম্পানির বিরুদ্ধে ক্রেতাদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। রিপোর্টে বলা হয়েছে যে, অভিনেতা মহেশ বাবু সাই সূর্য ভেঞ্চার্স থেকে একটি এন্ডোর্সমেন্ট চুক্তির জন্য ৫.৯ কোটি টাকা পেয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: ১ বছর পর হাতের মুঠোয় আসছে সাফ‍ল‍্য! সূর্যের গোচরে কপাল খুলবে ৩ রাশির, ব‍্যাঙ্ক ব‍্যালেন্স লাফিয়ে বাড়বে, চাকরিতে প্রোমোশন পাকা

আরও পড়ুন: গরমে গরুর দুধের রোজ খাচ্ছেন, বলুন তো কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি করা যায় না? সবার চেনা, তবু ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

advertisement

কিছুদিন আগেই এই দুই কোম্পানি এবং তাদের সঙ্গে জড়িত অন‍্যান‍্য অনেক বিনিয়োগকারীর বিরুদ্ধে অভিযান চালায় ইডি। দুই কোম্পানির সিকান্দারাবাদ, জুবিলি হিলস এবং বোয়েনপল্লি মতো এলাকায় সার্চ অপারেশন চালানো হয়। সাই সূর্যর মালিক সতীশ চন্দ্র গুপ্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। মহেশ বাবু এই তছরুপ মামলায় সরাসরি জড়িত না হলেও তিনি ওই গ্রুপের থেকে টাকা নেওয়ায়া তাকে ডেকে পাঠিয়েছে ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahesh Babu: মহাবিপাকে মহেশ! দক্ষিণী সুপারস্টারকে তলব ইডির, আর্থিক তছরুপ মামলায় জড়ালেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল