এই মূহুর্তে রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেলে’ অভিনয় করছেন তিনি৷ এই ছবিতে সামান্থার পাশাপাশি দেখা যাবে বরুন ধাওয়ানকে৷ অন্য দিকে বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘কুশি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সামান্থা৷ তাঁর বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় এই ছবিকে কেন্দ্র করেই৷
আরও পড়ুন: এই রহস্যময় পুরুষের জন্যই আলাদা হয়েছিলেন নাগা-সামান্থা? এতদিন পর আসল সত্যি এল সামনে
advertisement
আসলে বিজয়ের সঙ্গে এই ছবিতে এক বিবাহিত মহিলার চরিত্রে দেখা যাবে সামান্থাকে৷ ছবির গল্প নিয়ে বিশেষ কিছু জানা যায়নি৷ তবে গল্পটি প্রেমের এবং ছবির একটি বড় অংশের শ্যুট হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে৷ সিয়াসত ডেইলির খবর অনুযায়ী, ছবির দ্বিতীয়ার্ধে বিবাহিত হিসেবে দেখা যাবে সামান্থাকে৷ সামান্থার চরিত্রটি ঠিক কেমন? সেই নিয়ে জানতে ভক্তরা যতই আগ্রহী হন না কেন, নির্মাতারা এখনও কিছুই প্রকাশ্যে আনেননি৷
আরও পড়ুন: কখনওই নামের পাশে পদবী ব্যবহার করেন না রেখা, এর পিছনে রয়েছে এক অজানা রহস্য
এই সপ্তাহের শুরুতেই সামান্থাকে স্বাগত জানিয়েছিল টিম ‘কুশি’৷ নারী দিবসে বিজয়, সামান্থা-সহ টিমের অন্যান্যদের সঙ্গে ছবি দিয়ে শ্যুট শুরু হওয়ার খবর জানান পরিচালক শিব নির্ভানা।