এই রহস্যময় পুরুষের জন্যই আলাদা হয়েছিলেন নাগা-সামান্থা? এতদিন পর আসল সত্যি এল সামনে

Last Updated:
বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে কখনওই মুখ খোলেননি নাগা বা সামান্থা কেউই৷ তবে কানাঘুঁষো ছিল এক ব্যক্তিকে নিয়ে, যিনি সামান্থার খুবই ঘনিষ্ঠ
1/8
দক্ষিণী সিনেমার অন্যতম সেরা জুটি ছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু৷ নাগার্জুনের পুত্র নাগার সঙ্গে দক্ষিণী সুন্দরী সামান্থার বিয়ে নিয়ে চর্চা ছিল দেশজুড়ে, ঠিক তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও মন ভেঙেছিল অসংখ্য ভক্তের৷
দক্ষিণী সিনেমার অন্যতম সেরা জুটি ছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু৷ নাগার্জুনের পুত্র নাগার সঙ্গে দক্ষিণী সুন্দরী সামান্থার বিয়ে নিয়ে চর্চা ছিল দেশজুড়ে, ঠিক তেমনই তাদের বিচ্ছেদ নিয়েও মন ভেঙেছিল অসংখ্য ভক্তের৷
advertisement
2/8
বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে কখনওই মুখ খোলেননি নাগা বা সামান্থা কেউই৷ তবে কানাঘুঁষো ছিল এক ব্যক্তিকে নিয়ে, যিনি সামান্থার খুবই ঘনিষ্ঠ৷
বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে কখনওই মুখ খোলেননি নাগা বা সামান্থা কেউই৷ তবে কানাঘুঁষো ছিল এক ব্যক্তিকে নিয়ে, যিনি সামান্থার খুবই ঘনিষ্ঠ৷
advertisement
3/8
সেই ব্যক্তি হলেন প্রীতম জুকলকর, সামান্থার হেয়ার স্টাইলিস্ট তথা ঘনিষ্ঠ বন্ধু৷ গুঞ্জন ছিল এই বিশেষ বন্ধুর কারণেই আলাদা হয়ে গিয়েছেন সাউথ সিনেমার প্রিয় জুটি চে-স্যাম৷ রটনা এমন পর্যায়ে পৌঁছোয় যে নাগা চৈতন্যের ভক্তদের থেকে প্রাণনাশের হুমকি পর্যন্ত পান প্রীতম
সেই ব্যক্তি হলেন প্রীতম জুকলকর, সামান্থার হেয়ার স্টাইলিস্ট তথা ঘনিষ্ঠ বন্ধু৷ গুঞ্জন ছিল এই বিশেষ বন্ধুর কারণেই আলাদা হয়ে গিয়েছেন সাউথ সিনেমার প্রিয় জুটি চে-স্যাম৷ রটনা এমন পর্যায়ে পৌঁছোয় যে নাগা চৈতন্যের ভক্তদের থেকে প্রাণনাশের হুমকি পর্যন্ত পান প্রীতম
advertisement
4/8
বারংবার এইভাবে আক্রমণের পর অবশেষে নীরবতা ভেঙে সামান্থার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রীতম
বারংবার এইভাবে আক্রমণের পর অবশেষে নীরবতা ভেঙে সামান্থার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রীতম
advertisement
5/8
হেয়ার স্টাইলিস্ট প্রীতমের কথায় , ‘‘সবাই জানে যে আমি সামান্থাকে 'জিজি' বলে ডাকি, উত্তরভারতে জিজি শব্দের অর্থ বোন। কিভাবে আমাদের মধ্যে একটি লিঙ্ক আপ হতে পারে?’’ এই গুঞ্জন নিয়ে নাগার নিরবতায় হতাশা প্রকাশ করেন প্রীতম
হেয়ার স্টাইলিস্ট প্রীতমের কথায় , ‘‘সবাই জানে যে আমি সামান্থাকে 'জিজি' বলে ডাকি, উত্তরভারতে জিজি শব্দের অর্থ বোন। কিভাবে আমাদের মধ্যে একটি লিঙ্ক আপ হতে পারে?’’ এই গুঞ্জন নিয়ে নাগার নিরবতায় হতাশা প্রকাশ করেন প্রীতম
advertisement
6/8
‘‘আমি চৈতন্যকে বহু বছর ধরে চিনি। তারাও জানে সামান্থা আর আমার সম্পর্কের কথা। আমি মনে করি তিনি কথা বলতে পারতেন এবং স্যাম সম্পর্কে এমন মন্তব্য না করার জন্য লোকদের বলতে পারতেন।’’ বললেন প্রীতম
‘‘আমি চৈতন্যকে বহু বছর ধরে চিনি। তারাও জানে সামান্থা আর আমার সম্পর্কের কথা। আমি মনে করি তিনি কথা বলতে পারতেন এবং স্যাম সম্পর্কে এমন মন্তব্য না করার জন্য লোকদের বলতে পারতেন।’’ বললেন প্রীতম
advertisement
7/8
স্টাইলিস্ট প্রীতম আরও জানালেন‘‘ এমনকী যদি তিনি একটি বিবৃতি জারি করতেন তবে এই বিষয়টি অন্যরকম হত। এই মুহূর্তে ভক্তরাই এমন মিথ্যা গুজব রটাচ্ছেন। আমি মনে করি চৈতন্যের একটি বিবৃতি এই লোকদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।’’
স্টাইলিস্ট প্রীতম আরও জানালেন‘‘ এমনকী যদি তিনি একটি বিবৃতি জারি করতেন তবে এই বিষয়টি অন্যরকম হত। এই মুহূর্তে ভক্তরাই এমন মিথ্যা গুজব রটাচ্ছেন। আমি মনে করি চৈতন্যের একটি বিবৃতি এই লোকদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।’’
advertisement
8/8
প্রীতম জুকলকর এই মুহূর্তে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার৷ তিনি শুধুমাত্র সামান্থার স্টাইলিস্টই নন, ত্রিশা, রাকুল প্রীত সিং, কীর্তি সুরেশ, কল্যাণী প্রিয়দর্শন এবং অভিনেতা রানা দাগ্গুবাতি-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই কাজ করেন
প্রীতম জুকলকর এই মুহূর্তে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার৷ তিনি শুধুমাত্র সামান্থার স্টাইলিস্টই নন, ত্রিশা, রাকুল প্রীত সিং, কীর্তি সুরেশ, কল্যাণী প্রিয়দর্শন এবং অভিনেতা রানা দাগ্গুবাতি-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গেই কাজ করেন
advertisement
advertisement
advertisement