TRENDING:

Sourav Das-Darshana Banik Wedding: বন্ধুর বিয়ে বলে কথা, টোপর পরে সৌরভ, গ্লাস মাথায় উঠল নীলের! ভাইরাল ভিডিও

Last Updated:

Sourav Das dance on Animal song: নিমল ছবির বিখ্যাত গান জামাল কুডু সঙ্গে নাচলেন তাঁরা৷ সেই ভিডিও পোস্ট করতেই হুড়মুড়িয়ে বাড়ল ভিউ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডে বিয়ের মরশুম৷ সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর শেষ হতে না হতেই চলে এসেছে সৌরভ দাস-দর্শনা বণিকের বিয়ে৷ ১৫ ডিসেম্বর চার হাত এক হতে চলেছে৷ তবে তার আগে হল তাঁদের আইবুড়ো ভাত৷ দর্শনার বন্ধু তৃণা সাহা ও তাঁর স্বামী নীল একসঙ্গে জমিয়ে করলেন পার্টি৷
advertisement

সেখানে নিয়ম মেনে পাত্রীকে মাথায় ধান-দুর্ব্বা দিলেন তৃণা৷ প্রদীপের শিখা ছুঁইয়ে দিলেন মঙ্গল কামনায়৷ আদর করে দর্শনাকে খাইয়ে দেন পায়েসও৷ এভাবেই পালন হল দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান৷ আর সেখানে টোপর পরে নাচলেন সৌরভ৷ সঙ্গে ছিলেন নীলও৷ অ্যানিমল ছবির বিখ্যাত গান জামাল কুডু সঙ্গে নাচলেন তাঁরা৷ সেই ভিডিও পোস্ট করতেই হুড়মুড়িয়ে বাড়ল ভিউ!

advertisement

আরও পড়ুনSharmila Tagore Royal House: আলিশান বাংলো! যেমন সুন্দরী শর্মিলা, তেমনই গোছনো তাঁর বাড়ির অন্দরমহল, ছবি দেখলে মুগ্ধ হবেন

১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। তার আগে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পালা৷ দর্শনার খুব ভাল বন্ধু অভিনেত্রী তৃণা সাহা৷ তৃণার বিয়ে হয়েছে কয়েক বছর আগে৷ ফলে বিয়ের নিয়ম তিনি অনেকটা বেশিই জানেন৷ তাই তো আইবুড়ো ভাতের সব নিয়ম পালন করলেন তৃণা৷ অন্যদিকে এই দিন বন্ধুদের সঙ্গে নাচেই ব্যস্ত থাকলেন সৌরভ! মাথায় টোপর পরে ছিল নাচ৷ আর কাঁসার গ্লাস মাথায় তুলে তাঁর সঙ্গে নাচলেন নীল ভট্টাচার্য৷ এই ভিডিও পোস্ট করতেই তিনি লিখলেন বিয়ের আগে শেষ নাচ! এই ভিডিওটি সকলের পছন্দও হয়েছে৷

advertisement

আরও পড়ুনDarshana Banik Video: মারাত্মক আধুনিকতা! পরনে কোট-প্যান্ট, মাথায় টোপর, আইবুড়ো ভাত খেলেন দর্শনা বণিক

তবে এখানেই থেমে থাকেননি নীল৷ তিনি আবার দর্শনা বণিককে বিয়ের আগে দিয়েছেন কিছু পরামর্শ৷ আর সেটা হল বিয়ে না করার পরামর্শ৷ সাধারণত বিয়ের ব্যখ্যা করা হয় দিল্লির লাড্ডুর সঙ্গে৷ বলা হয় যিনি খেয়েছেন তিনিও পস্তেছেন, যিনি খাননি তিনি পস্তেছেন! এই কথাটা নীলও বলার চেষ্টা করেন দর্শনাকে৷ যদিও পুরোটাই হয় মজার ছলে!সেই ভিডিও পোস্ট করেছেন নীল ভট্টাচার্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের, বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sourav Das-Darshana Banik Wedding: বন্ধুর বিয়ে বলে কথা, টোপর পরে সৌরভ, গ্লাস মাথায় উঠল নীলের! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল