সেখানে নিয়ম মেনে পাত্রীকে মাথায় ধান-দুর্ব্বা দিলেন তৃণা৷ প্রদীপের শিখা ছুঁইয়ে দিলেন মঙ্গল কামনায়৷ আদর করে দর্শনাকে খাইয়ে দেন পায়েসও৷ এভাবেই পালন হল দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান৷ আর সেখানে টোপর পরে নাচলেন সৌরভ৷ সঙ্গে ছিলেন নীলও৷ অ্যানিমল ছবির বিখ্যাত গান জামাল কুডু সঙ্গে নাচলেন তাঁরা৷ সেই ভিডিও পোস্ট করতেই হুড়মুড়িয়ে বাড়ল ভিউ!
advertisement
১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। তার আগে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পালা৷ দর্শনার খুব ভাল বন্ধু অভিনেত্রী তৃণা সাহা৷ তৃণার বিয়ে হয়েছে কয়েক বছর আগে৷ ফলে বিয়ের নিয়ম তিনি অনেকটা বেশিই জানেন৷ তাই তো আইবুড়ো ভাতের সব নিয়ম পালন করলেন তৃণা৷ অন্যদিকে এই দিন বন্ধুদের সঙ্গে নাচেই ব্যস্ত থাকলেন সৌরভ! মাথায় টোপর পরে ছিল নাচ৷ আর কাঁসার গ্লাস মাথায় তুলে তাঁর সঙ্গে নাচলেন নীল ভট্টাচার্য৷ এই ভিডিও পোস্ট করতেই তিনি লিখলেন বিয়ের আগে শেষ নাচ! এই ভিডিওটি সকলের পছন্দও হয়েছে৷
তবে এখানেই থেমে থাকেননি নীল৷ তিনি আবার দর্শনা বণিককে বিয়ের আগে দিয়েছেন কিছু পরামর্শ৷ আর সেটা হল বিয়ে না করার পরামর্শ৷ সাধারণত বিয়ের ব্যখ্যা করা হয় দিল্লির লাড্ডুর সঙ্গে৷ বলা হয় যিনি খেয়েছেন তিনিও পস্তেছেন, যিনি খাননি তিনি পস্তেছেন! এই কথাটা নীলও বলার চেষ্টা করেন দর্শনাকে৷ যদিও পুরোটাই হয় মজার ছলে!সেই ভিডিও পোস্ট করেছেন নীল ভট্টাচার্য৷
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের, বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।