Darshana Banik Video: মারাত্মক আধুনিকতা! পরনে কোট-প্যান্ট, মাথায় টোপর, আইবুড়ো ভাত খেলেন দর্শনা বণিক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Darshana Banik Aiburobhaat from Trina Saha: এবার বন্ধু তৃণা সাহা দর্শনাকে খাওয়ালেন আইবুড়ো ভাত৷ তবে ট্যুইস্ট রইল দর্শনার পোশাকে!
কলকাতা: বন্ধুর বিয়ে বলে কথা, আয়োজন শুরু আইবুড়ো ভাত থেকেই৷ পরমব্রত, সন্দীপ্তার পর এবার টলিপাড়ায় সানাই বাজবে সৌরভ দাস-দর্শনা বণিকের বিয়েতে৷ ১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।
তার আগে দর্শনা এখন ব্যস্ত তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠানে৷ ইতিমধ্যেই তাঁর আইবুড়ো ভাত শুরু হয়ে গিয়েছে৷ এবার বন্ধু তৃণা সাহা দর্শনাকে খাওয়ালেন আইবুড়ো ভাত৷ তবে ট্যুইস্ট রইল দর্শনার পোশাকে! কোট-প্যান্ট পরেই আইবুড়ো ভাত খেলেন দর্শনা৷
আরও পড়ুনJojo Mukherjee Son: ৪ বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
সাধারণত আইবুড়ো ভাতের অনুষ্ঠানে শাড়ি বা বাঙালি পোশাকে দেখা যায় পাত্রীকে৷ বিশেষ করে নায়িকারা খুবই সচেতন থাকেন তাঁদের সাজ-পোশাকের ব্যাপারে৷ যেহেতু তাঁর জনপ্রিয়, তাই তাদের ছবির জন্য অপেক্ষা করে অনেকেই৷ তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও বহু৷ তাই ছবি হওয়া চাই পারফেক্ট, সবসময়৷ বেশ কয়েকটি আইবুড়ো ভাতে দর্শনার পরনে ছবি শাড়ি, সেজেছিলেন একেবারে সেভাবেই৷ কিন্তু এবার একটু বদলে গেল ছবিটা৷ বন্ধু তৃণা সাহা যখন তাঁকে আইবুড়ো ভাত খাওয়ালেন, তখন তাঁর পরনে ছিল আধুনিক পোশাক৷ মাথায় ছিল টোপর৷ একেবারে নো মেকআপ লুকেই ছিলেন অভিনেত্রী৷ খুবই মিষ্টি লাগছিল তাঁকে৷
advertisement
advertisement
বিয়ের আগে বন্ধুদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান পালনে কোনও বাড়তি সাজে দেখা যায়নি দর্শনাকে৷ ছিলেন একেবারে নিজস্ব মুডে৷ তৃণা সাহা তাঁর মাথায় ধান-দুর্ব্বা দিলেন, প্রদীপের শিখা ছুঁইয়ে দিলেন মঙ্গল কামনায়৷ আদর করে খাইয়ে দিলেন পায়েস৷ এভাবেই পালন হল দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান৷
advertisement
এর আগে নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না করে তাঁকে আইবুড়ো ভাত খাইয়েছেন। তবে এ ব্যপারটা দর্শনা জানতেন না৷ ফলে এটা ছিল তাঁর কাছে চমক৷
advertisement
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের, বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 9:43 AM IST