Darshana Banik Video: মারাত্মক আধুনিকতা! পরনে কোট-প্যান্ট, মাথায় টোপর, আইবুড়ো ভাত খেলেন দর্শনা বণিক

Last Updated:

Darshana Banik Aiburobhaat from Trina Saha: এবার বন্ধু তৃণা সাহা দর্শনাকে খাওয়ালেন আইবুড়ো ভাত৷ তবে ট্যুইস্ট রইল দর্শনার পোশাকে!

কলকাতা: বন্ধুর বিয়ে বলে কথা, আয়োজন শুরু আইবুড়ো ভাত থেকেই৷ পরমব্রত, সন্দীপ্তার পর এবার টলিপাড়ায় সানাই বাজবে সৌরভ দাস-দর্শনা বণিকের বিয়েতে৷ ১৫ ডিসেম্বর তাঁদের বিয়ের আসর বসতে চলেছে৷ সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান।
তার আগে দর্শনা এখন ব্যস্ত তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠানে৷ ইতিমধ্যেই তাঁর আইবুড়ো ভাত শুরু হয়ে গিয়েছে৷ এবার বন্ধু তৃণা সাহা দর্শনাকে খাওয়ালেন আইবুড়ো ভাত৷ তবে ট্যুইস্ট রইল দর্শনার পোশাকে! কোট-প্যান্ট পরেই আইবুড়ো ভাত খেলেন দর্শনা৷
আরও পড়ুনJojo Mukherjee Son: ৪ বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
সাধারণত আইবুড়ো ভাতের অনুষ্ঠানে শাড়ি বা বাঙালি পোশাকে দেখা যায় পাত্রীকে৷ বিশেষ করে নায়িকারা খুবই সচেতন থাকেন তাঁদের সাজ-পোশাকের ব্যাপারে৷ যেহেতু তাঁর জনপ্রিয়, তাই তাদের ছবির জন্য অপেক্ষা করে অনেকেই৷ তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও বহু৷ তাই ছবি হওয়া চাই পারফেক্ট, সবসময়৷ বেশ কয়েকটি আইবুড়ো ভাতে দর্শনার পরনে ছবি শাড়ি, সেজেছিলেন একেবারে সেভাবেই৷ কিন্তু এবার একটু বদলে গেল ছবিটা৷ বন্ধু তৃণা সাহা যখন তাঁকে আইবুড়ো ভাত খাওয়ালেন, তখন তাঁর পরনে ছিল আধুনিক পোশাক৷ মাথায় ছিল টোপর৷ একেবারে নো মেকআপ লুকেই ছিলেন অভিনেত্রী৷ খুবই মিষ্টি লাগছিল তাঁকে৷
advertisement
advertisement
বিয়ের আগে বন্ধুদের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান পালনে কোনও বাড়তি সাজে দেখা যায়নি দর্শনাকে৷ ছিলেন একেবারে নিজস্ব মুডে৷ তৃণা সাহা তাঁর মাথায় ধান-দুর্ব্বা দিলেন, প্রদীপের শিখা ছুঁইয়ে দিলেন মঙ্গল কামনায়৷ আদর করে খাইয়ে দিলেন পায়েস৷ এভাবেই পালন হল দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান৷
advertisement
এর আগে নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না করে তাঁকে আইবুড়ো ভাত খাইয়েছেন। তবে এ ব্যপারটা দর্শনা জানতেন না৷ ফলে এটা ছিল তাঁর কাছে চমক৷
advertisement
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের, বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana Banik Video: মারাত্মক আধুনিকতা! পরনে কোট-প্যান্ট, মাথায় টোপর, আইবুড়ো ভাত খেলেন দর্শনা বণিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement