সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ক্যাপশনে সোনু লিখেছেন, ‘‘ আমি কোভিড পজিটিভ ৷ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ২০২২ ৷ ’’ তিনি জানান, ‘‘ আমি এই মুহূর্তে দুবাইতে রয়েছি ৷ ভুবনেশ্বরে সুপার সিঙ্গার সিজন ৩-এর শ্যুটিং করতে আসার কথা ছিল ৷ কিন্তু আমার পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ এরপর আরও একবার পরীক্ষা করালেও রেজাল্ট পজিটিভই আসে ৷ আমার মনে হয় এখন এই নিয়েই মানুষকে চলতে হবে ৷ ’’
আরও পড়ুন-নতুন বছরে সঙ্গে থাক সুস্বাস্থ্যের আশীর্বাদ, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
এদিকে দেশে কোভিডের দৈনিক সংক্রমণের দিক থেকে ফের এক নম্বরে চলে এল মহারাষ্ট্র ৷ এক দিনে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৫১ শতাংশ। সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার একধাক্কায় আক্রান্তের সংখ্যা বে়ড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৬ জন। মুম্বই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।