মাতৃত্বকালীন ফ্যাশনেও তিনি সাড়া ফেলেছেন ইতিমধ্যেই। বেবি বাম্প নিয়েই কফি উইথ করণ-এ হাজির হয়েছিলেন করণ। সেখানেও কালো অফ শোল্ডার ড্রেসে নজর কেড়েছেন অভিনেত্রী। কিন্তু যে সাজ, ফ্যাশন নিয়ে এত রমরমা, সেই নিয়েই একটি সিক্রেট ফাঁস করলেন সোনম। কফি উইথ করণ-এ এসে সোনম বললেন, তাঁর চোখ ধাঁধানো পোশাকের ৯০ শতাংশই নাকি ধার করা।
advertisement
রেড কার্পেট লুক নিয়ে সোনমকে জিজ্ঞাসা করেন করণ। তার উত্তরেই সোনম বলেন ফাঁস করেন তাঁর অধিকাংশ রেড কার্পেট পোশাকই নাকি ধার করা। এমনকি তাঁর বোন রিয়া কাপুরও ধার করেই বেশি পোশাক পরেন। এই শুনে যেন করণ জোহরের মাথায় আকাশ ভেঙে পড়ে।
আরও পড়ুন- জ্বরে পুড়ছে শরীর, শ্বেত রক্তকণিকা কম! এই শরীর নিয়েও ছবির সেটে পরিশ্রম কঙ্গনার
করণকে দেখে সোনম বলেন, "আরে ওরা পোশাক ধার দেয়। আমরা সব পোশাক কিনি না। পাগল নাকি যে এত পয়সা খরচ করব।" তবে যে ডিজাইনারের থেকে পোশাক ধার করেন, তাঁকে পুরো কৃতিত্বটাই দেন সোনম।
আরও পড়ুন- ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত ছিলেন ভিকি কৌশলের বাবা! আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন
করণ জোহরের শোয়ে সোনমের সঙ্গে যান অভিনেতা অর্জুন কাপুর। শোয়ের বেশ কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রোলড হন অভিনেত্রী। বহু তির্যক মন্তব্যেরও শিকার হন তিনি। সেই সব নিয়েও এই শোয়ে তিনি কথা বলেছেন।