TRENDING:

সলমন গাইলেন, নাচলেন শাহরুখ ! ভিডিও ভাইরাল

Last Updated:

সোনমের বিয়ে, রিসেপশন নিয়ে মোটামুটি তোলপাড় বলিউড ৷ প্রায় গোটা বলিউড হাজির ছিলেন অনিল কন্যার বিয়েতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোনমের বিয়ে, রিসেপশন নিয়ে মোটামুটি তোলপাড় বলিউড ৷ প্রায় গোটা বলিউড হাজির ছিলেন অনিল কন্যার বিয়েতে ৷ তবে বিয়েতে সোনম-আনন্দ নজর কাড়লেও, পুরো বিয়ের আসরের ক্রিমটা চেটেপুটে খেয়ে ফেললেন দুই খান জুটি ৷ মানে বলিউডের ভাইজান আর বাদশা ৷
advertisement

আরও পড়ুন 

রিসেপশনে সোনমের লেহেঙ্গা, শেরওয়ানির সঙ্গে আনন্দ পরলেন স্নিকার্স

শাহরুখ-সলমনের সম্পর্ক থেকে তিক্ততা দূর হয়ে, এখন শুধুই মিষ্টি বন্ধুত্ব ৷ তাই শাহরুখ-সলমন যখনই সুযোগ পাচ্ছেন, তখনই শুরু করছেন নিজেদের বন্ধুত্বের সেলিব্রেশন ৷ সেই সুযোগ ছাড়লেন না সোনমের রিসেপশনেও ৷ সুযোগ পেয়েই সলমন গাইলেন, আর মন খুলে নাচলেন শাহরুখ ৷ সঙ্গে অবশ্য কোমর দোলালেন অনিল কাপুরও ৷ তবে পার্টিতে বাজল শুধুই সলমন সং ! জুড়ওয়া ছবির টন টনা টন গানে নাচলেন শাহরুখ, সলমন, সোনম, আনন্দ, রণবীর, অর্জুনও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন গাইলেন, নাচলেন শাহরুখ ! ভিডিও ভাইরাল