পুত্রসন্তানের জন্ম দিলেন বলি নায়িকা সোনম এবং ব্যবসায়ী আনন্দ আহুজা। সোনমের মা সুনিতা কাপুর একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে একাধিক বলি তারকা নতুন অভিভাবককে শুভেচ্ছা জানাচ্ছেন।
দাদু হওয়ার আগে থেকেই আনন্দে আত্মহারা ছিলেন অনিল কাপুর। কাপুর পরিবারে খুশির হাওয়া আজ। তাই চারদিক থেকে নতুন দাদু আর দিদাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা।
advertisement
আরও পড়ুন: 'প্রেগন্যান্সি মোটেও সবসময় সুখকর নয়', 'অসুস্থ' সন্তানসম্ভবা সোনম!
সোনম-আনন্দের তরফে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। নীতুর পোস্ট থেকে জানা গেল, সেই বিবৃতিতে লেখা, '২৮ অগাস্ট আমরা অপূর্ব এক পুত্রসন্তানের জন্ম দিলাম। সব চিকিৎসক, নার্স এবং বন্ধু, পরিবারকে অনেক ধন্যবাদ। এ তো কেবল শুরু। কিন্তু জানি, এর পর থেকে আমাদের জীবন সম্পূর্ণ ভাবে বদলে যাবে।'
আরও পড়ুন: বেবি বাম্প দেখিয়ে লন্ডনের রাস্তায় ঘুরলেন সোনম, সঙ্গী রিয়া! দেখুন ভাইরাল ছবি
সাড়়ে আট মাসের মাথাতেই মা হলেন অনিল-কন্যা। গত মার্চ মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। লন্ডনের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এ বার সেই অপেক্ষার অবসান। ঘরে এল একরত্তি ছেলে।