কিন্তু তার থেকেও বড় চমক, ছেলের প্রথম ছবি এবং নাম প্রকাশ। হলুদ রঙের সালোয়ার কামিজ পরে সোনম, হলুদ পাঞ্জাবিতে আনন্দ এবং একই রঙের কাপড়ে সাজানো হয়েছে ছেলেকেও। একরত্তিকে কোলে নিয়ে স্ত্রীর গালে চুমু খেতে খেতে ছবি তুললেন ব্যবসায়ী।
পোস্ট করলেন সোনম-আনন্দ দু'জনেই। সঙ্গে সোনম তাঁদের ছেলের নাম ও অর্থ ব্যাখ্যা করলেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: মহা আরতির মাঝে সন্তান কোলে গৃহপ্রবেশ সোনমের, মিষ্টির প্যাকেট বিতরণ দাদু ও বাবার!
আরও পড়ুন: প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার
ছেলের নাম রাখলেন, বায়ু। বায়ু কাপুর আহুজা। সোনম ওই ছবির সঙ্গে লিখলেন, 'আমাদের জীবনে যে শক্তি এক নতুন অর্থ নিয়ে এসেছে, হনুমান এবং ভীমের প্রতি, যা আমাদের সাহস এবং শক্তি জুগিয়েছে, যা কিছু পবিত্র, যা কিছু জীবনদানকারী, অন্তর থেকে আমি আমাদের সন্তান বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ চাই।' শেষে 'বায়ু' নামের অর্থ ব্যাখ্যা করলেন সোনম। হনুমান জনক পবনের নামে সন্তানের নাম 'বায়ু' রেখেছেন তাঁরা, বিস্তারিত সে কথা লিখেছেন পোস্টে।