গোয়ায় বেড়াতে গিয়েছিলেন সোনালী ৷ ২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত সেখানেই থাকার প্ল্যান ছিল তাঁর ৷ সোনালীর ব্যক্তিগত সচিব সুধীর সাংওয়ান এবং তাঁর দলের আরও একজন সদস্যও সোনালীর সঙ্গে গোয়া গিয়েছিলেন ৷ মৃত্যুসংবাদ পাওয়ার পর হরিয়াণার হিসার থেকে সোনালীর পরিবারের সদস্যরা গোয়ার উদ্দেশ্যে রওনা হন ৷ উল্লেখ্য, ২০১৬ সালে সোনালীর স্বামী সঞ্জয় ফোগটের মৃত্যু হয় ৷ হরিয়াণার একটি ফার্ম হাউসে মৃতদেহ পাওয়া গিয়েছিল তাঁর ৷
advertisement
আরও পড়ুন- এমএমএস-টা কি অঞ্জলি নিজেই ছড়িয়েছিলেন? নতুন ভাইরাল ভিডিও কি তারই ইঙ্গিত দিচ্ছে
সোনালীর রূপে একসময়ে বুঁদ ছিলেন তাঁর অনুরাগীরা। তবে নিন্দুকেরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়তেন না! কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের মুখে পড়েন বিজেপির হরিয়াণার মহিলা মোর্চার নেত্রী ৷ একরকম বাধ্য হয়েই ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলতে হয় তাঁকে।
আরও পড়ুন-"ওর বুকে নেই দম, ও খাবে চমচম..." কাকে বললেন কুণাল ঘোষ?
বিগ বসের ঘরে সোনালী খুব বেশিদিন স্থায়ী হননি ৷ কিন্তু যে ক'দিন ছিলেন, তাঁকে নিয়ে হাজারো গসিপ, জল্পনা-কল্পনায় মুখর ছিল বিগ-বস। অভিনেতা অ্যালি গোনি-র সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়েছে ৷ সোনালি প্রকাশ্যেই জানিয়েছিলেন, বিচ্ছেদের পর থেকে এখনও পর্যন্ত কোনও পুরুষকে তাঁর তেমনভাবে ভাল লাগেনি। অ্যালিকে দেখে তাঁর অন্যরকম মনে হয়েছে। সোনালীর এহেন স্বীকারোক্তি নিয়ে হাসি-ঠাট্টাও করেন রাখি সাওয়ান্ত, রাহুল বৈদ্যরা।