Anjali Arora MMS: এমএমএস-টা কি অঞ্জলি নিজেই ছড়িয়েছিলেন? নতুন ভাইরাল ভিডিও কি তারই ইঙ্গিত দিচ্ছে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রথমে দিনকয়েক চুপ করে থাকলেও তার পর অবশ্য তেড়ে-ফুঁড়ে উঠেছেন অঞ্জলি, জোর গলায় বলেছেন ওই ভিডিও না কি মর্ফ করা,শরীর অন্যের, মুখটা তাঁর ব্যবহার করা হয়েছে! তিনি এই নোংরামির শেষ দেখে ছাড়বেন!
মুম্বই: যৌনতা কি খারাপ হতে পারে? কখনওই নয়, দুনিয়া তো ভরই দিয়ে আছে এর উপরে, এ ছাড়া সৃষ্টিকার্য অচল! তবে ব্যক্তিগত ব্যাপার যদি বাজারের পুঁজি হয়ে দাঁড়ায়, তখন তা অস্বস্তিকর হয়ে ওঠে বইকি! অন্তত নেটিজেনরা এখন সেরকমই বলাবলি করছেন অঞ্জলি অরোরাকে (Anjali Arora MMS) নিয়ে।
অঞ্জলি অরোরাকে নতুন করে চেনানোর কিছু নেই। দিনকয়েক হল নেটদুনিয়ায় এক এমএমএস ভিডিও ভাইরাল হয়েছে, জোর কানাকানি এই যে সেখানে যে নগ্ন শরীর দেখা যাচ্ছে তার মালকিন আর কেউ নন, অঞ্জলি নিজে! প্রথমে দিনকয়েক চুপ করে থাকলেও তার পর অবশ্য তেড়ে-ফুঁড়ে উঠেছেন তিনি, জোর গলায় বলেছেন ওই ভিডিও না কি মর্ফ করা,শরীর অন্যের, মুখটা তাঁর ব্যবহার করা হয়েছে! তিনি এই নোংরামির শেষ দেখে ছাড়বেন! ধরা গলায় এও বলতে ছাড়েননি- যাঁরা এসব করলেন, তাঁরা অঞ্জলির পরিবারের সদস্যদের কথাটা একবারও ভাবলেন না!
advertisement
advertisement
advertisement
এখন কিন্তু দেখা যাচ্ছে অঞ্জলি নিজেও পরিবারের কে কী ভাববেন বা বলা ভাল অন্যেরা কী বলবেন, সে নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না, এমনই অভিযোগের অনেকগুলো আঙুল উঠেছে তাঁর দিকে। তুলেছেন নেটিজেনরাই! তা বলতে নেই, দিনকয়েক হল অঞ্জলির কাণ্ডকারখানা তাঁদের চমকে দিচ্ছে তো বটেই। এই যেমন সদ্য পেরিয়ে যাওয়া স্বাধীনতা দিবসে অঞ্জলিকে দেখা গেল জাতীয় পতাকা বুকে জড়াতে, পরে বোঝা গেল ওটা একটা ক্রপ টপ! লোকে বলল, সস্তা পাবলিসিটি!
advertisement
এবার সেই কথাই ফের শুরু হল অঞ্জলির নতুন ইনস্টাগ্রাম রিল ভিডিও দেখে। এখানে অবশ্য পোশাকে তেমন বেপরোয়া মেজাজে ধরা দেননি তিনি, নেহাতই জিনস আর টপ। সমস্যাটা হল তাঁর লাস্য প্রদর্শনের মরিয়া ভাব নিয়ে। সরাসরি লিখতে শুরু করলেন নেটিজেনরা- আসল রূপ এবার বেরিয়ে পড়েছে! মানেটা সাফ, তাঁরা সরাসরি না বললেও ইঙ্গিত করছেন যে যৌনতার চটুল ইশারাতেই বাজিমাত করতে চান অঞ্জলি।
advertisement
তাহলে ভিডিওটাও কি তাঁরই ছড়িয়ে দেওয়া, প্রচারের একটা অঙ্গ? অনেকের মনে পড়তেই পারে মধুর ভান্ডারকরের হিরোইন ছবির কথা, তবে প্রমাণ না মিললে আপাতত এসব কথা চেপে যাওয়াই ভাল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 8:18 AM IST