"ওর বুকে নেই দম, ও খাবে চমচম..." কাকে বললেন কুণাল ঘোষ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজনীতির বাইরে জীবন আছে, তাই গান গেয়েছি... ব্যাখ্যা কুণালের।
আবীর ঘোষাল, কলকাতা: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান। নাকি প্রতিবাদী পুজোর গান? সাংবাদিক, প্রাক্তন সাংসদ, লেখক পরিচয়ের পাশাপাশি এবার গায়কও হলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুজোর আগে নতুন গান রেকর্ড করলেন তৃণমূল নেতা কুণাল (Kunal Ghosh)।
এই প্রথম গায়ক হিসাবে আত্মপ্রকাশ তাঁর। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান রেকর্ড করলেন তিনি ৷ আর সেই গান নিয়েই কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। আর সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘ওনার বুকে নেই দম। ও খাবে চমচম। দিলীপ দা রাজনীতির বাইরেও আমাদের জীবন আছে। আগে আপনি ঘর সামলান।’’
advertisement
advertisement
প্রীতম দে-র লেখা গান, প্রচলিত সুরের আয়োজন করেছেন বিজয় সুরদীপ শীল। সেটাই গেয়েছেন কুণাল। জীবনের প্রথম গানেই জ্বালাময়ী বিষয় বেছেছেন কুণাল। তাঁর গলায় পেট্রোল ডিজেলের দাম বাড়ায় মানুষের দুর্ভোগকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি। গানের লাইনের ছত্রে ছত্রে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ। এর আগে একাধিক বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। দলের ছাত্র-যুব-শাখা সংগঠনও একাধিকবার আন্দোলন করেছে৷ কুণাল এর পাশাপাশি বেছে নিয়েছেন ‘সাংস্কৃতিক আন্দোলন’! সাধারণ মানুষের ইস্যুকে নিয়ে গানের মাধ্যমে মানুষের মনে পৌঁছে যাওয়ার এই সিদ্ধান্ত অভিনব বলেই মত রাজনৈতিক মহলের। হঠাৎ এমন ইস্যু নিয়ে গান গাওয়ার সিদ্ধান্ত কেন?
advertisement
কুণাল ঘোষ জানিয়েছেন, বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। “সেই উৎসবে মায়ের কাছে আমাদের প্রার্থনা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করো৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার ফলে মানুষের চরম অসুবিধা হচ্ছে৷ এত দাম খাব কী? মানুষ গাড়িতে চড়ে যাবে কী করে? এত দাম জ্বালানির! তাই আমাদের প্রার্থনা মায়ের কাছে৷ তেল ভরিয়ে দাও, নয়তো গাড়ির তেলের দাম কমিয়ে দাও। তাই গানে গানে এই প্রার্থনা সারলাম,” বলেন তৃণমূলের গায়ক-প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ!দিলীপ ঘোষের আক্রমণের জবাবে তিনি বলেন, ওনাকে সভাপতি পদ থেকে টুক করে সরিয়ে দিয়েছে সুকান্ত মজুমদার। আগে সেই দুঃখ সামলান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 9:10 AM IST