ইতিমধ্যেই শেষ পর্বের শ্যুট সারা। শোনা যাচ্ছে, ৩০ ডিসেম্বর ইতি পড়বে বোধিসত্ত্বের আখ্যানে। জুলাইয়ে শুরু হওয়া এই ধারাবাহিক গল্প আবর্তিত হয়েছিল এক শিশুকে কেন্দ্র করে। প্রথম দিকে টিআরপি তালিকাতেও জায়গা করে নিয়েছিল 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। পরবর্তীতে যদিও সেই চিত্র বদলায়। আর সেই কারণেই নাকি ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত।
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
advertisement
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
জি বাংলার এই ধারাবাহিকের হাত ধরে বহু দিন পর ছোট পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী সোনালি চৌধুরী। বোধিসত্ত্বের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব অল্প সময়েই থামল সেই পথ চলা। নিউজ18 বাংলাকে তিনি বললেন, "ধারাবাহিকটি থেকে আশানুরূপ টিআরপি পাওয়া যায়নি। তাই বন্ধ করে দিতে হচ্ছে। সবাই তো খুব প্রশংসা করেছিল। কিন্তু কী হল বুঝলাম না। এত প্রশংসা টিআরপি-তে প্রতিফলিত হল না।"
আপাতত কাজ থেকে সাময়িক বিরতি নেবেন সোনালি। ছেলের সঙ্গে সময় কাটাবেন অভিনেত্রী।