TRENDING:

Success Story: অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার

Last Updated:

Success Story: অভিনেতা তথা ফিল্ম জগতের তারকাদের সন্তানরা সাধারণত অভিনয়কেই বেছে নেন কেরিয়ার হিসেবে৷ কিন্তু তাঁদের মধ্যেও কেউ কেউ ভালবাসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য পেশায় পা রাখতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : অভিনেতা তথা ফিল্ম জগতের তারকাদের সন্তানরা সাধারণত অভিনয়কেই বেছে নেন কেরিয়ার হিসেবে৷ কিন্তু তাঁদের মধ্যেও কেউ কেউ ভালবাসেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য পেশায় পা রাখতে৷ সেই বিরল তালিকায় একজন আইএএস অফিসার শ্রুতাঞ্জয়া৷ তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি৷ অভিনেতা চিন্নির প্রকৃত নাম কৃষ্ণমূর্তি নারায়ণ৷ আটের দশকে রজনীকান্ত অভিনীত বহু ছবির কমেডিয়ান ছিলেন চিন্নি৷
তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি
তামিল বিনোদন ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা চিন্নি জয়ন্তের ছেলে তিনি
advertisement

ছোট থেকেই বন্ধুবান্ধবদের সঙ্গে অভিনয় করতে ভালবাসেন শ্রুতাঞ্জয়া৷ একটা সময় পর্যন্ত থিয়েটারে নিয়মিত অভিনয়ও করতেন৷ তার মাঝেই স্নাতক হন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে৷ অশোক বিশ্বদ্যালয় স্নাতকোত্তর সম্পূর্ণ করেন তিনি৷

আরও পড়ুন : কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতের কাজে অভিভূত রাজ্যপাল ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে কিনলেন মাটির জিনিস

advertisement

পড়াশোনা শেষ করে তিনি চাকরি নেন একটি স্টার্ট আপে৷ তখনই ঠিক করেন চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবেন৷ দিনে ৪-৫ ঘণ্টা পড়াশোনা করতেন৷ রাতের শিফ্টে অফিস করতেন৷ ধীরে ধীরে বাড়িয়ে দেন পড়াশোনার সময়৷ দিনে ১০-১২ ঘণ্টাও পড়াশোনা করেছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৫ সালে উত্তীর্ণ হন ইউপিএসসি পরীক্ষায়৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৭৫৷ এখন তিনি একজন সফল আইএএস অফিসার৷ সাব কালেক্টর হিসেবে কর্মরত তামিলনাড়ুর ত্রিপ্পুর জেলায়৷ ছেলের সাফল্যে গর্বিত অভিনেতা চিন্নি তথা কৃষ্ণমূর্তি নারায়ণ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Success Story: অভিনয়ের কেরিয়ার ছেড়ে সকালে পড়াশোনা, রাতে চাকরি! কোনও কোচিং ছাড়াই তারকার ছেলে আজ সফল আইএএস অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল