TRENDING:

RG Kar Case: বিচার চেয়ে মহামিছিলের আড়ালে টাকা তোলার ছক? বিস্ফোরক অভিযোগ সোহিনীর

Last Updated:

RG Kar Case: রবিবারের মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে। কিন্তু উদ্যোক্তাদের তরফে আদৌ কোনও রকম টাকা চাওয়াই হয়নি। সোহিনী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১ সেপ্টেম্বর মহামিছিল। আরজি কর কাণ্ডের প্রতিবাদের আরও একবার পথে নামবে মানুষ। রবিবারের এই মিছিল মূল উদ্যোক্তা অভিনেত্রী সোহিনী সরকার, তাঁর স্বামী শোভন গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন ব্যক্তি। ১৪ অগাস্ট ‘রাত দখলের রাত’-এর ‘আমি তিলোত্তমা’ নামে একটি ফোরাম তৈরি করেন তাঁরা। সেখান থেকেই  যাবতীয় কর্মসূচীর কথা জানানো হচ্ছে। কিন্তু তার মাঝেই বিপত্তি।
advertisement

জানা গিয়েছে, রবিবারের মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে। কিন্তু উদ্যোক্তাদের তরফে আদৌ কোনও রকম টাকা চাওয়াই হয়নি। সোহিনী একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি জানান। তিনি লেখেন (বানান অপরিবর্তিত রেখে), ‘আমাদের পক্ষ থেকে এখনো অবধি কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছে না। পরবর্তীতে হলে সর্বাগ্রে আমাদের পেজ থেকে সেই আবেদন পোস্ট করা হবে। সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে আমাদের জানান।’

advertisement

আরও পড়ুন: শাহরুখ, অক্ষয়দের ত্রাস! এক ভুলেই কেরিয়ার শেষ, নায়কের পরিণতি চোখে জল আনবে

আরও পড়ুন: কর্মক্ষেত্রেই যৌন হেনস্থার শিকার! বিস্ফোরক দাবি অভিনেত্রীর, ঠিক কী ঘটেছিল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৪ তারিখের রাতে সাধারণ মানুষের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন সোহিনী এবং অন্যান্য তারকারা। বিচার চেয়ে  ফের আরও একবার পথে নামার পরিকল্পনা। কলেজ স্কোয়্যার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আপাতত তারই আয়োজনে ব্যস্ত তাঁরা। কিন্তু তার মধ্যেও এই প্রতারণার ঘটনা ভাবাচ্ছে উদ্যোক্তাদের।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
RG Kar Case: বিচার চেয়ে মহামিছিলের আড়ালে টাকা তোলার ছক? বিস্ফোরক অভিযোগ সোহিনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল