Maala Parvathi: কর্মক্ষেত্রেই যৌন হেনস্থার শিকার! বিস্ফোরক দাবি অভিনেত্রীর, ঠিক কী ঘটেছিল

Last Updated:

Maala Parvathi: এমনকী এর ফলে তাঁদের হাতে কম কাজ আসার কথাও স্বীকার করেছিলেন তাঁরা। সেই সময়ই News18-এর সঙ্গে আলাপচারিতায় কর্মক্ষেত্রেই নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন মালাও।

বরাবরই মহিলাদের নিরাপত্তা এবং সামাজিক উদ্বেগ সংক্রান্ত বিষয় নিয়ে সক্রিয় ভাবে সরব হয়েছেন মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী-অ্যাক্টিভিস্ট মালা পার্বতী। তবে নিজেও তিনি যৌনশিকারীদের হামলার মুখে পড়েছেন। সে কথাও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
এক সময় দক্ষিণী ছবির দুনিয়ায় একের পর এক মুখোশ খোলার পালা চলছিল। যেখানে মহিলারা যৌন অত্যাচার কিংবা মানসিক অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকী এর ফলে তাঁদের হাতে কম কাজ আসার কথাও স্বীকার করেছিলেন তাঁরা। সেই সময়ই News18-এর সঙ্গে আলাপচারিতায় কর্মক্ষেত্রেই নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন মালাও।
২০১০ সালে ‘অপূর্বরাঙ্গম’ ছবির শ্যুটিং করছিলেন মালা পার্বতী। সেই ছবিতে নায়িকা নিত্যা মেননের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সেই প্রসঙ্গে মালা বলেন, “একটা দৃশ্য ছিল, যেখানে ন্যান্সি (নিত্যার চরিত্রটি) আমার চারপাশে দৌড়চ্ছে। আর আমার শাড়ি ধরে টানছে। আর যে মানুষটা আমার স্বামীর চরিত্র করেছিলেন, তাঁর ন্যান্সিকে স্পর্শ করার কথা ছিল। কিন্তু শ্যুটের সময় ডান হাত দিয়ে উনি ন্যান্সিকে স্পর্শ করেছিলেন। অথচ বাঁ হাত দিয়ে আমায় চেপে ধরেছিলেন।”
advertisement
advertisement
শ্যুটিং চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই তাজ্জব হয়ে গিয়েছিলেন মালা। তাঁর কথায়, “ওই লোকটা জানত যে, ও কী করেছে! আমার খুব ব্যথা লেগেছিল। পরের দিন আবার আমাদের অনেকটা দৃশ্য ছিল। কিন্তু আমি এতটাই বিষণ্ণ ছিলাম এবং মানসিক ভাবে বিপর্যস্ত ছিলাম যে, যতবারই সংলাপ বলার জন্য তাঁর মুখোমুখি হচ্ছিলাম, ততবারই তাঁর দিকে একদৃষ্টে কড়া ভাবে তাকিয়ে থাকতাম। আর ওই লোকটা আমার দিকে তাকিয়ে সব লাইন গুলিয়ে ফেলছিল। গোটা ছবিটাই আমার কাছে একটা অত্যাচার হয়ে উঠেছিল। কারণ ওর সঙ্গে অনেক দৃশ্য ছিল। আর স্বামী-স্ত্রীর চরিত্র হওয়ায় বিষয়টা আরও বেদনাদায়ক ছিল আমার জন্য। ফলে মালা মনে করেন যে, ওই ছবিতে তাঁর অভিনয় খুব একটা ভাল হয়নি।”
advertisement
এই ঘটনা এতটাই মনে ছাপ ফেলেছিল যে, পরের ছয় মাস ছবিতে কাজ করতে চাননি মালা। তবে তাঁর স্বামী সতীশের উৎসাহেই তিনি লড়াই করতে পেরেছিলেন। এরপর ২০১৯ সালে তাঁর হাতে আসে ‘হ্যাপি সর্দার’ ছবির কাজ। মহিলাদের জন্য প্রয়োজনীয় নিরাপদ জায়গা না থাকায় ওই সময় পার্বতী নিজের জন্য একটা ক্যারাভ্যান ভাড়া করেছিলেন। যদিও এর জন্য সিনিয়রদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে তাঁদের যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন মালা। কিন্তু তাতেও কি নিরাপত্তা কিনতে পেরেছিলেন অভিনেত্রী? একেবারেই না!
advertisement
কারণ একদিন রাত সাড়ে দশটার দিকে শ্যুটিং চলাকালীন এক তরুণী সহকর্মীর কাছ থেকে ফোন পান। তিনি বলেছিলেন, ক্যারাভ্যানটি গড়িয়ে গড়িয়ে এগোচ্ছে। বাইরে পুরুষদের মদ্যপান এবং হাসির আওয়াজও শুনেছেন তাঁরা। মালার কথায়, “শট দিয়েই সেখানে ছুটে যাই। বৃষ্টির কারণে মাটিতে দাগ থাকায় ৮০০ মিটার দূরে একটি অন্ধকার গাছের তলায় ক্যারাভ্যানটিকে খুঁজে পাই। সেখানে কয়েকজন বাউন্সার ছিল। যারা আমায় দেখে পালিয়ে যায়।”
advertisement
এরপর মেয়েদের নিয়ে সেটে ফিরেছিলেন অভিনেত্রী। পরের দিন যখন অভিযোগ জানাতে যান, তখন এক মালয়ালম অভিনেতাই বলেছিলেন যে, “আপনি কি ওঁদের মা? ওঁদের সুরক্ষার দায়িত্ব আপনি নিয়েছেন না কি? এখানে আন্দোলন করতে এসেছেন না কি অভিনয়?” এরপর রাগে ঘেন্নায় সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন মালা। তাঁর মনে হয়েছিল, এই ধরনের মানুষদের জন্যই ইন্ডাস্ট্রি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার লেশমাত্র নেই!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Maala Parvathi: কর্মক্ষেত্রেই যৌন হেনস্থার শিকার! বিস্ফোরক দাবি অভিনেত্রীর, ঠিক কী ঘটেছিল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement