Naga Chaitanya-Sobhita Dhulipala: কবে শোভিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন নাগা? যা বললেন সামান্থার প্রাক্তন স্বামী

Last Updated:
Naga Chaitanya-Sobhita Dhulipala: গাড়িতে চেপে বর-বেশে চললেন নাগা চৈতন্য। তাঁকে ঘিরে বহু মানুষের ভিড়। দেখে মনে হতেই পারে বিয়ের করতে যাচ্ছেন দক্ষিণী তারকা। কিন্তু সত্যিই কি তাই?
1/5
গাড়িতে চেপে বর-বেশে চললেন নাগা চৈতন্য। তাঁকে ঘিরে বহু মানুষের ভিড়। দেখে মনে হতেই পারে বিয়ের করতে যাচ্ছেন দক্ষিণী তারকা। কিন্তু সত্যিই কি তাই?
গাড়িতে চেপে বর-বেশে চললেন নাগা চৈতন্য। তাঁকে ঘিরে বহু মানুষের ভিড়। দেখে মনে হতেই পারে বিয়ের করতে যাচ্ছেন দক্ষিণী তারকা। কিন্তু সত্যিই কি তাই?
advertisement
2/5
অভিনেত্রী সামান্থা প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর নাগার জীবনে ফের বসন্ত হয়ে আসেন শোভিতা। প্রেম নিয়ে লুকোচুরি করলেও সকলকে জানিয়ে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন তাঁরা।
অভিনেত্রী সামান্থা প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর নাগার জীবনে ফের বসন্ত হয়ে আসেন শোভিতা। প্রেম নিয়ে লুকোচুরি করলেও সকলকে জানিয়ে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন তাঁরা।
advertisement
3/5
অগাস্টের শুরুতেই ধুমধাম করে বাগদান করেছেন নাগা-শোভিতা। তারপরেই শুরু হয় বিয়ের গুঞ্জন।
অগাস্টের শুরুতেই ধুমধাম করে বাগদান করেছেন নাগা-শোভিতা। তারপরেই শুরু হয় বিয়ের গুঞ্জন।
advertisement
4/5
বরের বেশে নাগাকে দেখে সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি হয়। তা হলে কি সত্যিই বিয়ের প্ড়িঁতে বসবেন নাগা?
বরের বেশে নাগাকে দেখে সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি হয়। তা হলে কি সত্যিই বিয়ের প্ড়িঁতে বসবেন নাগা?
advertisement
5/5
জানা গিয়েছে, একটি ব্র্যান্ডের ওয়েডিং কালেকশনের জন্য এই আয়োজন ছিল। নাগা বলেন, "আপনারা ভাবতেই পারেন যে, এটা আমার বিয়ের কাউন্টডাউন।" তবে বিয়ের তারিখ নিয়ে এখনও মুখে কুলুপ তাঁর।
জানা গিয়েছে, একটি ব্র্যান্ডের ওয়েডিং কালেকশনের জন্য এই আয়োজন ছিল। নাগা বলেন, "আপনারা ভাবতেই পারেন যে, এটা আমার বিয়ের কাউন্টডাউন।" তবে বিয়ের তারিখ নিয়ে এখনও মুখে কুলুপ তাঁর।
advertisement
advertisement
advertisement