শুক্রবার, ২৬ অগাস্ট ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা সহ অন্যন্য কলাকুশলীরা। অভিনেতা সোহম জানান, "রাজাদা এই গল্পটা আমাকে অনেক আগেই বলেছিল। কিন্তু আমি আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শেষ পর্যন্ত আমরা এই ছবিটি করছি। এটি আমাদের জীবনের এবং সমাজের মূল্যবোধের গল্প।" অভিনেত্রী পায়েলের সঙ্গে ১৩ বছর বাদে সিনেমা করছেন সোহম। শেষবারের মতো তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'প্রেম আমার' সিনেমাতে। আয়োষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবি এটি, কারণ সোহমের বিপরীতে অভিনয় করবেন তিনি এই ছবিতে।
advertisement
আরও পড়ুন: ২ সপ্তাহেই 'আলো' আসছে আলিয়ার জীবনে? আলিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
ছবিতে সোহমের একটি ছোট মেয়ে মিষ্টি দেখান হবে। সে তাঁর মাকে ভীষণ মিস করে এবং কখনও কখনও চাপ সামলাতে না পেরে হিংস্র হয়ে ওঠে। সুতরাং পরিস্থিতি মিষ্টির বাবাকে জীবনসঙ্গী খুঁজতে বাধ্য করে এবং এখানে সোহমের জীবনে পায়েল এবং আয়োষী অভিনীত দুটি চরিত্র প্রবেশ করে।
আরও পড়ুন: শাড়ি! ভি-নেক ব্লাউজ! কথা বলছে চোখ! নতুন লুকে তাক লাগালেন জয়া
প্রসঙ্গত, আয়োষী রাজা চন্দের আরেকটি ছবি 'আম্রপালি'-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি আবার পরিচালকের সঙ্গে সহযোগিতা করতে পেরে বেজায় খুশি। তিনি জানান, “রাজাদা সেটে আমাদের অনেক সাহায্য করে। আমি এর আগে সোহামদা ও পায়েলদির সঙ্গে কাজ করেছি কিন্তু এই ছবিতে আমাকে সোহামদার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।"