চাকরি ছেড়ে করোনাকালে তিনি বাবার পাশে এসে দাঁড়ান। বাবা-মায়ের পাইস হোটেলের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আর তাঁর এই লড়াইয়ের গল্প একদিন এক ব্লগারের তুলে ধরেন স্যোশাল মিডিয়ায়। সেখান থেকেই রাতারাতি ভাইরাল হয়ে যান ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নন্দিনী। তাঁর দোকানের সামনে রোজই লেগে থাকে ব্লগারদের ভিড়। স্যোশাল মিডিয়ায় এখনও তাঁর দেখা মেলে রোজ। দেখা যায় কখন তিনি ভাত পরিবেশন করছেন আবার কখন পোলাও-মাংস।
advertisement
আরও পড়ুন: শহরে এলেন আলিয়া-রণবীর! কলকাতার হৃৎপিণ্ড হলুদ ট্যাক্সি নিয়ে চলল অভিনব প্রচার
আবার কখন রান্না করছেন হাসিমুখে। তারই ফাঁকে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে গল্পে মেতে উঠছেন, কখন বলছেন ছোটবেলায় ‘খিচুরি’ মাখা খাওয়ার গল্প। তবে এত কিছু সত্বেও বিতর্ক পিছু ছাড়েনি। তাঁকে শুনতে হয়েছে নানা কটাক্ষ। কিন্তু তাতে থেকে থাকেননি নন্দনী।
আরও পড়ুন: বাবা কোমায়, প্রার্থনা করতে বললেন সৌমিতৃষা! অনুরাগীর পাশে পর্দার মিঠাই
ছোট্ট একটি পাইস হোটেল চালাতে চালাতে সোজা ‘দিদি নম্বর ওয়ান’র মঞ্চে পৌঁছে গিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর পাইস হোটেলের রোজ দুপুরে ভিড় থাকে চোখে পড়ার মতো। আর এবার তিনি মাত দিলেন ইউটিউবেও। নিজেই তিনি খুলেছেন ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম দিয়েছেন ‘নন্দিনী দিদি অফিশিয়াল’। ইতিমধ্যেই ১৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাঁর।
নিজের হাতে রান্নাতো করতেনই এবার তিনি বানাচ্ছেন মেলার ভ্লগ থেকে বিয়েবাড়ির খাবারের ভিডিও, ট্রাভেলের ভিডিও। ইতিমধ্যেই তাঁর ভিডিও নজর কাড়তে শুরু করেছে তাঁর অনুরাগীদের। কিছুদিন আগে তাঁর বানানো সুন্দরবনের ব্লগ রীতিমতো ভাইরাল।