Soumitrisha Kundu: বাবা কোমায়, প্রার্থনা করতে বললেন সৌমিতৃষা! অনুরাগীর পাশে পর্দার মিঠাই
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
এক অনুরাগীর বাবা অসুখে তাঁর পাশে থেকে সকলের মন জিতে নিলেন মিষ্টি মেয়ে সৌমিতৃষা।
কিছুদিন আগেই শেষ হয়েছে ‘মিঠাই’। কিন্তু মেগা শেষ হলেও দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে পর্দার মিঠাই সৌমিতৃষা কুণ্ডু। এখনও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। তাঁর প্রতি আনুরাগীদের ভালবাসাও একই রকম। তবে তাঁর এত ভালবাসা পাওয়ার কারণ কেবল তাঁর কাজ নয় অভিনেত্রীর ব্যবহারও। কারণ তিনি যে ভালোবাসা পান অনুরাগীদের থেকে তা ফিরিয়েও দেন দ্বিগুণ করে। তাঁর মিষ্টি ব্যবহারে তিনি হয়ে উঠেছেন ভক্তদের নয়নের মণি। আর এবার আবারও এক অনুরাগীর বাবা অসুখে তাঁর পাশে থেকে সকলের মন জিতে নিলেন মিষ্টি মেয়ে সৌমিতৃষা।
অনুরাগীদের শেয়ার করা তাঁর ছবি, তাঁকে নিয়ে বানানো ভিডিও সব কিছু অভিনেত্রী তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করে নেন। তবে এবারে যা করলেন, তা বিশেষ প্রশংসার দাবি রাখে। সৌমিতৃষার এক ফ্যান পেজের থেকে অভিনেত্রীর কাছে একটি ম্যাসেজ আসে ইনস্টাগ্রামে। তবে যিনি পাঠিয়ে ছিলেন তিনি উত্তরের আশা রেখে পাঠাননি। সেই অনুরাগীর বাবা কোমায়। তাই সে খুব ভেঙে পড়েছে, তাঁর মন একদম ভাল নেই। পাশাপাশি এই অনুরাগী তাঁর মাকেও হারিয়েছেন। সেই কথাই তিনি জানিয়েছিলেন অভিনেত্রীকে।
advertisement
advertisement
আর সেই ম্যাসেজের জবাব দেন সৌমিতৃষা। এই কঠিন সময়ে সশরীরে অনুরাগীর না থাকতে পারলেও ওই ম্যাসেজের উত্তর দেন তিনি। দূর থেকেই ভরসা দেন তাঁকে। সেই অনুরাগী সৌমিতৃষাকে ম্যাসেজ করেছিলেন, ‘দিদিভাই আমার বাবাই খুব অসুস্থ কোমাতে আছে। একটু আমার বাবাইয়ের জন্য প্রে করবে দিদিভাই, প্লিজ।’ জবাবে অভিনেত্রী লিখলেন, ‘অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থণা করব। বাবাই সুস্থ হয়ে যাবেন সোনা।’
advertisement

এই উত্তর পেয়ে সেই অনুরাগী খুশিতো হয়েছে , পাশাপাশি পেয়েছে ভরসাও। তিনি লিখেছেন ‘তুমি যে প্রার্থণা করেছ এটাই অনেক গো। আসলে বাবাই আমার একমাত্র ভরসা। আমি তো খুব ছোট বয়সে মা-কে হারিয়েছি। বাবাইকে ছাড়া থাকার কথা কখনও ভাবিই নি।’ তাঁর ভক্তকে শান্ত করতে সৌমিতৃষা লিখছেন, ‘ভগবান বাবাইকে কেড়ে নেবেন না মা। ভগবানকে ডাকো রোজ। ঠিক হয়ে যাবে বাবা।’
advertisement
তারকাদের এত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যেও সময় বের করে ভরসা হাতটা বাড়িয়ে কজন দেয়। তাই সৌমিতৃষা এই কাজ করে আবারও মন জয় করে নিয়েছেন বলাই বাহুল্য। এর আগেও নানা চরিত্রে দেখা গেলেও মিঠাই রূপে সৌমিতৃষা সকলের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেতা দেবের আসন্ন ছবি ‘প্রধান’-এ তাঁকে মুখ্য চরিত্রে দেখা যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 5:55 PM IST