TRENDING:

‘আমার স্তন আছে, আর আমি তা ভালোবাসি’, ইনস্টাগ্রামে প্রতিবাদ নায়িকার !

Last Updated:

সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে নায়িকারা ছবি দিলেই, তা হয়ে ওঠে ভাইরাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে নায়িকারা ছবি দিলেই, তা হয়ে ওঠে ভাইরাল ৷ নেটিজেনরা কথায় কথায় সেই ছবি নিয়ে রসিকতা করতেও ভোলেন না ৷ তবে মাঝে মধ্যে সলেই রসিকতার হয়ে দাঁড়ায় অপমানজনক ৷ সেরকমই এক কাণ্ড ঘটল, টিভি তারকা সামা সিকন্দরের সঙ্গে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কিছুদিন আগে ইনস্টাগ্রামে বিকিনি পরে কয়েকটা ছবি আপলোড করেছিলেন সামা সিকন্দর ৷ আর সেই ছবি নিয়েই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নেটিজেনদের একাংশ সামা সিকন্দরকে নিয়ে শুরু করে ট্রোল ৷ তবে পুরো ঘটনায় চুপ থাকেননি সামা ৷ উল্টে সোজাসাপটা জানান, ‘আমার স্তন রয়েছে ৷ আর সেই স্তন খুবই সুন্দর ৷ আর আমি আমার স্তনকে ভালোবাসি ৷ এটা অস্বাভাবিক কিছু নয় ৷ মহিলা ও পুরুষদের শরীর আলাদা ৷ আমাকে নিয়ে যাঁরা ইন্টারনেটে মজা করছেন, তাঁদের বলছি ৷ আপনারা যাই নাম দিন না কেন, আমার স্তনের তা সুন্দরই থাকবে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমার স্তন আছে, আর আমি তা ভালোবাসি’, ইনস্টাগ্রামে প্রতিবাদ নায়িকার !