গোটা রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন তিনি৷ পাশাপাশি নিজের ফেসবুক পোস্টে বিশেষ প্রস্তাবও দিলেন লোপামুদ্রা৷ ঠিক কী লিখেছেন তিনি?সঙ্গীতশিল্পী লোপামুদ্রা লিখেছেন-সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে ?? হবে??
আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না, কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে। যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাই নি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই। দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা ? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে ?? সবাই মিলে?? গা বাঁচানোর আরেক নাম সহ্য , আর হচ্ছে কি ?? এই পোস্টেই কলকাতা পুরসভা এবং মেয়র ফিরহাদ হাকিমকে ট্যাগ করে লোপামুদ্রা লিখেছেন-সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম।
advertisement
আরও পড়ুন-ক্যামেরার সামনেই বদলে যাচ্ছে রং-বেরঙের পোশাক, দর্শনার ভিডিও দেখতে হামলে পড়লেন ভক্তরা, আপনি দেখেছেন
বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা লোপামুদ্রা মিত্র৷ প্রত্যেকের মতো গরমে তাঁরও নাজেহাল অবস্থা৷ গরমের দাপট থেকে রেহাই পেতেই নিজের মতো করে মতামত তুলে ধরেছেন তিনি৷ তাঁর এই ভাবনা ও উদ্যোগের প্রশংসা অনেকেই করেছেন পোস্টে৷ প্রত্যেকেই নিজেদের মতামত কমেন্টে জানিয়েছেন শিল্পীকে৷ এবং তারা শিল্পীর পাশে আছেন বলেও জানিয়েছেন৷ তবে পুরসভার নজরে এটি পরে কিনা এখন সেটাই দেখার৷