আরও পড়ুন- রবীন্দ্র সদনে KK-কে গান স্যালুট, নিজেই তদারকিতে মমতা
"প্রিয় কেকে, তোমার কীসের এত তাড়া ছিল বন্ধু? তোমার মতো ঈশ্বরপ্রদত্ত প্রতিভাশালী গায়ক আর শিল্পীরা আছে বলেই তো জীবনটা কিছুটা সহনীয় ছিল!” ট্যুইটে লিখেছেন এ আর রহমান। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করছিলেন কেকে। বারে বারে তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে স্পটলাইট নিভিয়ে দিতেও বলতে দেখা যায় গায়ককে। প্রবল ভিড়ে কাজ করেনি নজরুল মঞ্চের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রও। তবু, নির্দিষ্ট ২০ খানা গানই গেয়ে থামেন কেকে। নজরুল মঞ্চ থেকে বেরোতেই প্রবল অসুস্থতা বোধ করেন তিনি।
advertisement
আরও পড়ুন- KK-এর মৃত্যু, পাঁচ তারা হোটেলের রুম পরিদর্শনে কলকাতা পুলিশ
ধর্মতলার যে পাঁচতারা হোটেলে উঠেছিলেন কেকে সেখানে ফিরে অসুস্থতা আরও বাড়লে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক। বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছন কেকে’র স্ত্রী সন্তানরা। বুধবার বিকেলে এই শিল্পীকে রবীন্দ্র সদনে গানস্যালুট দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।