KK Death Update: রবীন্দ্র সদনে KK-কে গান স্যালুট, নিজেই তদারকিতে মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে বাঁকুড়া থেকে তড়িঘড়ি কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: কলকাতা বিমানবন্দরে নয়, প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-কে রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন সকালেই বাঁকুড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেকে-কে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী প্রথমে জানান, কলকাতা বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে গান স্যালুট দেবে রাজ্য সরকার৷ েসই মতো বিমানবন্দরে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়৷
advertisement
advertisement
প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে বাঁকুড়া থেকে তড়িঘড়ি কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী৷ অণ্ডাল থেকে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি৷ বিমানবন্দরে পৌঁছে অবশ্য মুখ্যমন্ত্রী জানান, প্রয়াত শিল্পীকে রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'সব শিল্পীকেই আমরা রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাই৷ ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হতেও বেশ কিছুটা সময় লাগবে৷ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনই সবথেকে কাছাকাছি৷ তাছাড়া বিকেল ৫.১৫ মিনিটের বিমানে ওঁরা দেহ নিয়ে মুম্বাই ফিরবেন৷ তাই এখনও বেশ কিছুটা সময় আছে৷' ইতিমধ্যেই রবীন্দ্র সদনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
কেকে-র মৃত্যুসংবাদ পাওয়ার পর এ দিন সকালে ট্যুইট করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী৷ প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গেও কথা বলেন তিনি৷ কেকে-র মৃত্যর সংবাদ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ এসএসকেএম হাসপাতালেও ময়নাতদন্ত প্রক্রিয়া চলাকালীন হাজির ছিলেন মন্ত্রী৷ কেকে-র দেহ ফিরিয়ে নিয়ে যেতে শিল্পীর পরিবার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে৷ রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়ার পর দেহ নিয়ে আসা হবে কলকাতা বিমানবন্দরে৷ সেখান থেকেই শিল্পীর দেহ মুম্বাইয়ে নিয়ে যাবে প্রয়াত শিল্পীর পরিবার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2022 1:54 PM IST