TRENDING:

facial paralysis: ভাইরাসের কবলে মুখের ডান দিন প্যারালাইসড প্রখ্যাত গায়কের! কী এই রোগ?

Last Updated:

কয়েকটি শো পর পর বাতিল হয়ে গিয়েছে তাঁর। কেন বাতিল করে দিলেন সব শো, কী হয়েছে, এই নিয়ে নানা প্রশ্নে জর্জরিত তিনি। সম্প্রতি অনুরাগীদের সামনে এলেন গায়ক। (Justin Beiber)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানাডা: আগামী কয়েকটি শো পর পর বাতিল হয়ে গিয়েছে তাঁর। দর্শকের উন্মাদনা বালি চাপা। কেন বাতিল করে দিলেন সব শো, কী হয়েছে, এই নিয়ে নানা প্রশ্নে জর্জরিত তিনি। সম্প্রতি অনুরাগীদের সামনে এলেন। ভিডিও করে বিস্তারিত কারণ জানালেন শো বাতিল হওয়ার। বিরল রোগে আক্রান্ত কানাডীয় গায়ক জাস্টিন বিবার। ভাইরাসের কবলে পড়ে মুখের ডান দিন প্যারালাইজড হয়ে গিয়েছে তাঁর। এই রোগের নাম, রামসে হান্ট সিন্ড্রোম।
advertisement

কী এই রোগ?

শিঙ্গলস নামে একটি ভাইরাস সংক্রমণের প্রকোপে মুখমণ্ডলের নার্ভে সমস্যা দেখা দেয়। ফলে মুখে প্যারালাইসিস হয়ে যায়। গ্র্যামি পুরস্কার জয়ী গায়ক সে কথাই জানালেন ইনস্টাগ্রামে ভিডিও করে। ভিডিওর ক্যাপশনে লিখলেন, 'দয়া করে সকলে এটা দেখুন। আমার জন্য প্রার্থনা করুন। আপনাদের সবাইকে ভালবাসি।'

জাস্টিন জানালেন, এই কারণেই টরোন্টো এবং ওয়াশিংটন ডিসি-র শো বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। মুখের একটি অংশের নড়াচড়াই বন্ধ হয়ে গিয়েছে। উপরন্তু ডান চোখের পাতা ফেলতে অক্ষম এখন তিনি। ২৮ বছরের গায়ক বললেন, ''আমি জানি, আপনারা অনেকেই শো বাতিল হওয়ায় খুব বিরক্ত হয়েছেন। কিন্তু আমার শরীর আমাকে বলছে যে কয়েক দিনের বিরতি নেওয়া উচিত। শরীর আর অনুমতি দিচ্ছে না। আমি মুখের এক পাশ দিয়ে হাসতেও পারছি না। নাকের এক পাশ অচল।''

advertisement

জাস্টিন নিজেও জানেন না, কত দিনে এই রোগ থেকে সেরে উঠবেন তিনি। যদিও গায়কের বিশ্বাস, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলে এবং চিকিৎসা করালে তিনি পুরোপুরি সেরে উঠবেন। আপাতত মুখমণ্ডলের বিভিন্ন ব্যায়াম করছেন তিনি। ''১০০ শতাংশ ঠিক হয়ে আমি আবার ফিরে আসব, যার জন্য আমার জন্ম হয়েছে, সেটি করবই'', বললেন জাস্টিন।

advertisement

আরও পড়ুন: কেকে-র মৃত্যুর পরে শানের হার্ট নিয়ে চিন্তিত তাঁর দুই সন্তান, কেমন আছেন গায়ক?

গায়কের এই ভিডিও দেখতে হাজির হয়েছেন দেশবিদেশের প্রায় দেড় কোটি মানুষ। হাজার হাজার মানুষ জানিয়েছেন, তাঁরা গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন।

আরও পড়ুন: পাছে করোনা হয়ে যায়! মহিমার ক্যানসারের সময়ে একটি বড় কাজ করেন মেয়ে আরিয়ানা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, গত মার্চ মাসে তাঁর স্ত্রী হেইলি বিবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মস্তিষ্কে রক্ত জমে গিয়েছিল। এ বার জাস্টিন এমন বিরল রোগের কবলে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
facial paralysis: ভাইরাসের কবলে মুখের ডান দিন প্যারালাইসড প্রখ্যাত গায়কের! কী এই রোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল