KK-Shaan: কেকে-র মৃত্যুর পরে শানের হার্ট নিয়ে চিন্তিত তাঁর দুই সন্তান, কেমন আছেন গায়ক?

Last Updated:

Shaan: শানের কথায়, ''বিপদ যে কোনও মুহূর্তে আসতে পারে। তাই জন্য যে কোনও লাইভ কনসার্টে অ্যাম্বুল্যান্স থাকা খুব জরুরি। আমরা কত কত শো করি, যেখানে মানুষ পদপিষ্ট হয়।''

#মুম্বই: এই তো ছিলেন সুস্থ সবল। নেচে নেচে সুর তুললেন হাজার হাজার দর্শকের সামনে। মুখে একগাল হাসি। তার পর? আর নেই। সব শেষ। গত ৩১ মে বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-র মৃত্যুর পর সবাই বার বার এ কথা মনে করে চমকে উঠেছে। প্রশ্ন জেগেছে, এ ভাবে চোখের পলকে জীবন শেষ হয়ে যেতে পারে? আশঙ্কা জন্মে গিয়েছে মানুষের মনে। কেকে-র দেহের ময়নাতদন্তের রিপোর্ট বলেছে, প্রয়াত গায়ক অনেক দিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। কিন্তু তেমন ভাবে টের পাওয়া যায়নি। আগে আভাস দিলে হয়তো বাঁচানো যেত, এই ভেবেই আফশোস কত মানুষের। সম্প্রতি শান জানালেন, ঘরে ঘরে এখন এই দুশ্চিন্তা। তাঁর দুই পুত্রসন্তান সোহম এবং শুভ মুখোপাধ্যায়ও ভয় পেয়ে গিয়েছেন। তাই বাবাকে হার্টের পরীক্ষানিরীক্ষা করিয়ে নেওয়ার জন্য জোরাজুরি করেছেন।
সম্প্রতি শান একটি সাক্ষাৎকারে বললেন, ''ছেলেদের জোরাজুরির পরে বিশেষ করে এই কারণে এক দিনের জন্য মুম্বই ফিরে আমি চেকআপ করাই। আমি বিশেষ করে চল্লিশোর্ধ মানুষদের বলতে চাই, ঝুঁকি নেবেন না। দু'বছরে এক বার করে মেডিক্যাল পরীক্ষা করিয়ে নিন।''
advertisement
advertisement
শানের কথায়, ''বিপদ যে কোনও মুহূর্তে আসতে পারে। যিনি মঞ্চের উপর দাঁড়িয়ে পারফর্ম করছেন। আর যিনি দর্শকাসনে রয়েছেন, যে কারও ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্য যে কোনও লাইভ কনসার্টে অ্যাম্বুল্যান্স থাকা খুব জরুরি। আমরা কত কত শো করি, যেখানে মানুষ পদপিষ্ট হয়।''
বাঙালি গায়ক জানালেন, যত পারিশ্রমিকই দেওয়া হোক না কেন, কেকে একটি মাসে আটটির বেশি লাইভ শো করতই না। খুবই সাবধানী ছিল সে।
advertisement
শানের আক্ষেপ, ''যে এত সতর্ক ছিল, যে এত মেপে পা ফেলত, তার সঙ্গেই এমনটা হবে, কে জানত! অদ্ভুত!''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK-Shaan: কেকে-র মৃত্যুর পরে শানের হার্ট নিয়ে চিন্তিত তাঁর দুই সন্তান, কেমন আছেন গায়ক?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement