TRENDING:

Bappi Lahiri Passes Away: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন

Last Updated:

ভারতীয় সঙ্গীত জগতে ফের শোকের ছায়া৷ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছর (Bappi Lahiri Passes Away)৷
সম্প্রতি রটে তাঁর স্বর হারানোর খবর। তবে সে খবরকে নস্যাৎ করে কিছুদিন আগে এক রিয়ালিটি শো-য়ে এসেছিলেন তিনি। পুজোর সময়েও গান রিলিজ হয়েছে তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর ফের নেমে এল দুঃসংবাদ। বুধবারের সকালে চির নিদ্রায় সঙ্গীত জগতের আরও এক নক্ষত্র, বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away at 69 in Mumbai Hospital)।
সম্প্রতি রটে তাঁর স্বর হারানোর খবর। তবে সে খবরকে নস্যাৎ করে কিছুদিন আগে এক রিয়ালিটি শো-য়ে এসেছিলেন তিনি। পুজোর সময়েও গান রিলিজ হয়েছে তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর ফের নেমে এল দুঃসংবাদ। বুধবারের সকালে চির নিদ্রায় সঙ্গীত জগতের আরও এক নক্ষত্র, বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away at 69 in Mumbai Hospital)।
advertisement

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মত্যু হয় তাঁর৷  তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, এখনও পর্যন্ত হাসপাতালের তরফে সে বিষেয় জানা যায়নি৷ পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি৷ যদিও বাপ্পি লাহিড়ির এই মৃত্যুসংবাদ কিছুটা অপ্রত্যাশিতই সঙ্গীতপ্রেমীদের কাছে৷

হাসপাতালের এক চিকিৎসক জানান, 'বাপ্পি লাহিড়ির পরিবার যখন তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছয় তখন তাঁর রক্তচাপ খুবই কম ছিল৷ আমরা তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই৷ '

advertisement

আরও পড়ুন: প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, গভীর শোকজ্ঞাপন শেখ হাসিনার

১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন: বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?

প্রথমে লতা মঙ্গেশকর, তার পর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং এবার বাপ্পি লাহিড়ি৷ গত কয়েক দিনে বাংলা সহ গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

জলপাইগুড়ির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা অলোকেশ লাহিড়ি গোট বলিউডের কাছে হয়ে উঠেছিলেন বাপ্পিদা৷ সদাহাস্য বাপ্পি লাহিড়ি, তাঁর অভিনব সাজ পোশাকের মতোই চিরসবুজ গানগুলিও সঙ্গীত প্রেমীদের মধ্যে অমর হয়ে থাকবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Passes Away: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল