একাধিক সঙ্গীতশিল্পী ভারতবর্ষের অডিটোরিয়ামের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এরই মাঝে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করার অভিজ্ঞতার কথা জানালেন আর এক সঙ্গীতশিল্পী অর্জুন কানুনগো। এক সাক্ষাৎকারে তিনি জানালন, কেকে-র মতোই পরিস্থিত হয়েছিল তাঁর।
আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোর থিমেও এবার কেকে! ধরা থাকবে নজরুল মঞ্চের সেই শেষ মুহূর্ত
advertisement
তিনি বললেন, ''স্টেজে অনুষ্ঠান করতে করতে আমি নিশ্বাস নিতে পারছিলাম না। ভাবতে পারবেন না কী বীভৎস গরম! এসি ঠিক মতো কাজ করছিল না। এই ধরনের পুরনো অডিটোরিয়ামগুলো ভাল করে রক্ষণাবেক্ষণ করা হয় না। এর ব্যবস্থা নিতে হবে। কেকে গান গাওয়র সময়ে যে এসি ঠিক করে কাজ করছিল না, তা কি উদ্যোক্তারা জানতেন না? তাঁরা যদি জানতেন যে কেকে অসুস্থ বোধ করছিলেন, সেই মুহূর্তেই শো বন্ধ করে দওয়া উচিত ছিল। একটা শো-এর থেকে বেশি জরুরি তাঁর প্রাণ।''
আরও পড়ুন: গাইয়েছিলেন রূপঙ্করকে দিয়ে, সেই 'এ তুমি কেমন তুমি' কেকে-র জন্য পাল্টে দিলেন সুমন!
অর্জুন জানালেন, কোনও শ্যুট থাকলে, উদ্যোক্তারা আগেই শ্যুটিং লোকেশনের আশেপাশে কী কী হাসপাতাল আছে, তার তালিকা বানিয়ে নেন। সঙ্গে থানার তালিকাও করা থাকে। তাই যে কোনও অনুষ্ঠান শুরু করার আগে মেডিক্যাল বন্দোবস্ত করাটা খুব দরকার বলে মনে করেন অর্জুন। শিল্পীরা অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে তাঁর চিকিৎসা করানো উচিত বলে জানালেন গায়ক।