Kabir Suman-kk: গাইয়েছিলেন রূপঙ্করকে দিয়ে, সেই 'এ তুমি কেমন তুমি' কেকে-র জন্য পাল্টে দিলেন সুমন!

Last Updated:

Kabir Suman: সুমন লেখেন, 'হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে। এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।'

#কলকাতা: তাঁর থেকে প্রায় ২০ বছরের ছোট। কলকাতা শহরে এসে সেই গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না বর্ষীয়ান গীতিকার, সুরকার, গায়ক কবীর সুমন। কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-র মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে প্রয়াত গায়ককে নিয়ে ফেসবুক পোস্ট দিলেন সুমন। কেবল লিখলেন না, তাঁর জন্য গানও বানালেন। পুরনো গান, নতুন কথা। নিজের লেখা, সুর দেওয়া 'এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো' গানটির পরতে পরতে কেকে-কে নিয়ে এলেন শিল্পী। লিখলেন, 'তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন/আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন/শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে/এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী/কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী।'
২০০৫ সালে লেখা 'এ তুমি কেমন তুমি'। পরবর্তী কালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জাতিস্বর'-এ রূপঙ্করকে দিয়ে গানটি গাইয়েছিলেন ছবির সঙ্গীত পরিচালক সুমন। সেই প্রসঙ্গ তুলে সুমন লিখলেন, 'গানটি নাম করে গিয়েছে। ছায়াছবিতে গানটি যে সুকন্ঠী বাঙালি গায়ক গেয়েছিলেন তিনিও। যাঁর জন্য গানটি (হুবহু একই কথায় একই সুরে) নির্মাণ করেছিলাম এবং গানটি যাঁকে প্রথম শুনিয়েছিলাম সেই মেয়েটি নিশ্চই চুপিচুপি হেসেছেন। হয়তো আজও হাসেন। নাকি এই শহরে আমার চেয়ে কুড়ি বছরের ছোট এক গায়কের মর্মান্তিক মৃত্যুর পর আমার মতো তিনিও লুকিয়ে কাঁদেন। আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না।'
advertisement
advertisement
২০০৫ সালে একটি মেয়ের জন্য এই গানটি লিখেছিলেন কবীর সুমন। তাই লেখেন, 'হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর।  এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।'
advertisement
সেই গানটিই আজ তিনি কেকে-কে উৎসর্গ করলেন। শুধু তা-ই নয়, জানিয়ে দিলেন, এই গানটি তিনি নিজে আগে গাইবেন। কাউকে দেবেন না। গাওয়ার পরে স্বত্ব কেনাবেচার প্রসঙ্গ উঠলে দেখা যাবে। এই সুর ছন্দ লিরিক অবিকৃত রেখে যদি কেউ গাইতে চান, গাইতে পারেন বলে জানালেন সুমন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kabir Suman-kk: গাইয়েছিলেন রূপঙ্করকে দিয়ে, সেই 'এ তুমি কেমন তুমি' কেকে-র জন্য পাল্টে দিলেন সুমন!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement