TRENDING:

Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হলেন অনীক ধর, কোল আলো করে এল ফুটফুটে 'পুত্রসন্তান', সুখবর জানালেন গায়ক

Last Updated:

Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী অনীক ধর।ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ায় খুশির খবর৷ দ্বিতীয়বার বাবা হলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। রাখঢাক, লুকোছাপা করে নয় বরং ঘটা করে নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন গায়ক৷ স্ত্রী দেবলীনা ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অনীক৷ গায়কের পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী তথা অনুরাগীরা
advertisement

২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন সঙ্গীতশিল্পী অনীক৷ ফুটফুটে কন্যা সন্তানের পর এবার কোল আলো করে এল পুত্রসন্তান৷ ছেলের বাবা হলেন গায়ক৷ হাসপাতাল থেকে সুখবর শেয়ার করেছেন অনীক ধর৷ নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অনীক লেখেন, আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।

advertisement

আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

আরও পড়ুন- থামছিল না রক্তক্ষরণ, মাতৃগর্ভেই হতে পারত মৃত্যু, লড়াই করে জন্ম শিল্পার! তারপর…

ধর পরিবারে এল নতুন অতিথি৷ আপাতত, সেই আনন্দেই আত্মহারা সকলে৷ সোশ্যাল মিডিয়ায় খুশির খবরে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে৷ ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি৷ খুশির খবর পেয়ে সকল ভক্তরাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনীককে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

স্ত্রী দেবলীনার সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে অনীক লিখেছিলেন- হাম দো..হামারে দো৷ এবার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতেই পরিপূর্ণ হল তাঁদের সংসার৷ উল্লেখ্য, ২০১৪ সালে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক৷ ২০১৮ সালে মেয়ে আদ্যা আসে তাদের কোলে৷ মেয়ে হওয়ার বছর পাঁচেকের মধ্যেই ফের বাবা হলেন অনীক ধর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek Dhar: দ্বিতীয়বার বাবা হলেন অনীক ধর, কোল আলো করে এল ফুটফুটে 'পুত্রসন্তান', সুখবর জানালেন গায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল