গানের নাম 'আর দেরি নয়'। রূপন মল্লিক পরিচালিত এবং 'DropsPlay' প্রযোজিত এই গানের পরতে পরতে উঠে এসেছে প্রতিবাদের ভাষা। মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক বলেন, "আমরা শুরুতেই দেখাই এক মহিলা, যার জামা কাপড়ের অবস্থা থেকে বোঝা যাচ্ছে সে অত্যাচারিত, চোখ কালো কাপড়ে বাঁধা এবং শিকল দিয়ে তার দুটি হাতও বেঁধে রাখা, ঠিক তাঁর সামনেই শিকল ছিড়ে ফেলবার জন্য গানে প্রেরণা দিচ্ছেন সিধু ।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ! ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ!
আরও পড়ুন: ছিলেন রাখি, হলেন ফতিমা? আদিলের সঙ্গে বিয়ের ছবিতে নাম পরিবর্তন নিয়ে শোরগোল!
তিনি আরও যোগ করেন, "পাশাপাশি বিভিন্ন নৃশংস ঘটনার সামনে সাধারণ মানুষের চোখে পট্টি পরানো। তারা বুঝেও হয়ত দেখতে চাইছেনা। শেষে ছোট্ট একটি মেয়ে কী ভাবে প্রতিবাদের মশাল তুলে নিচ্ছে এবং মানুষের চোখের বাঁধন ছিড়ে ফেলছে বা আদতেও সে সফল হচ্ছে কিনা, সেই নিয়েই আমাদের এই মিউজিক ভিডিও।"
মূলত বাংলা রক ঘরানার গান এটি। সমাজের এক বড় অন্ধকার দিক ধর্ষণ। প্রতিনিয়ত এই সমাজে, লোকচক্ষুর আড়ালে কত নারীকে যে বিভিন্ন মানুষের লালসার শিকার হতে হয়, তার কোনও হিসেব নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই অপরাধ ধামাচাপা পড়ে যায়। ‘আর দেরি নয়’ মিউজিক অ্যালবামের মূল বার্তাই ধর্ষনের বিরুদ্ধে। সেই সমস্ত সমস্যা প্রতিবাদের ভাষা হয়ে উঠছে এই গান।