এক সক্ষাৎকারে শ্বেতা বলছেন, "এখনও লোকে বলে, কী রোগা শুকনো দেখতে। কিন্তু আমি ওকে কিছু বলি না। ও এরকমই। এভাবে ওকে দেখতে সুন্দরও লাগে। আমি বলি, তুমি সুস্থ, তুমি দৌড়াতে পারো, তোমার শারীরিক অবস্থা ভালো। যতক্ষণ পর্যন্ত ও সুস্থ আছে, দৌড়াতে পারছে, ও একদম ঠিক আছে। ওর শরীরের গঠন কেমন তা নিয়ে সত্যি আমার মাথা ব্যথা নেই।"
advertisement
শ্বেতা (Shweta tiwari) বলছেন, "আজকের দিনে ইনস্টাগ্রামই যথেষ্ট ট্রোল করার জন্য। ওকে কাঠির মতো রোগা অপুষ্টিতে ভোগে এই সবও বলা হয়েছে। আমি পাত্তা দিই না।" তবে এসব মন্তব্যের প্রভাব নাকি পলকের (Palak Tiwari) উপরে পড়েছিল। শ্বেতা জানাচ্ছেন, "ও বলছিল, আমি কি সত্যিই এত রোগা? আমি বললাম, একদম না। তোমার বয়স অনুযায়ী তুমি একদম ঠিক আছো। তুমি যত বড় হবে, তত তোমার শরীরে পরিবর্তন আসবে।"
আরও পড়ুন- বিয়ে করতে ৫০ কোটি টাকা নিচ্ছেন মিকা সিং? পাত্রীটি কে
আরও পড়ুন- ইংরেজি মাধ্যমে পড়েননি! বিশ্ব সুন্দরীর মঞ্চে একটি প্রশ্ন বুঝতেই পারেননি সুস্মিতা
প্রসঙ্গত, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন পলক তিওয়ারি। বিশাল মিশ্রর ছবি 'রোজি : দ্যা স্যাফরন চ্যাপ্টার'-এ তাঁকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে। অন্যদিকে শ্বেতাকে (Shweta tiwari) শেষ দেখা গিয়েছে জি ফাইভের ওয়েব সিরিজ শো স্টপারে। এছাড়া খতরো কে খিলাড়ি সিজন ১১-এও তাঁকে দেখা গিয়েছে।