Rashmika Mandanna-Varun Dhawan: জুটি বাঁধলেন বরুণ ধাওয়ান ও রশ্মিকা মন্দানা। তুমুল ভাইরাল এই জুটির নাচ

Last Updated:

Rashmika Mandanna-Varun Dhawan: বলিউডে কাজ শুরু রশ্মিকা মন্দানার। তার আগেই বরুণ ধাওয়ানের সঙ্গে তুমুল ভাইরাল রশ্মিকার ভিডিও

photo source collected
photo source collected
#মুম্বই:  রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna and  Varun Dhawan)। সাউথের এই মেয়ের প্রেমে এখন গোটা দেশ। 'পুষ্পা' ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা। যদিও সাউথে বহু দিন ধরেই এই নায়িকা সুপারহিট। মিষ্টি মুখের রশ্মিকার ভক্ত সংখ্যা নেহাত কম নয়। 'পুষ্পা'-তে মেক আপে তাঁর গায়ের রঙ বদলে দেওয়া হয়েছিল। আর অভিনয়ে নিজের দক্ষতায় তিনি হয়ে উঠেছেন 'শ্রীভল্লি'।
এবার টলি ছেড়ে বলিতে কাজ শুরু করবেন রশ্মিকা(Rashmika Mandanna and  Varun Dhawan)। অনেকেই বলছেন রশ্মিকার মুখের ভঙ্গিমা অনেকটাই মাধুরী দিক্ষিতের মতো। এমনকি তাঁর অভিনয় নিয়েও চলছে প্রশংসা। তবে রশ্মিকাকে ঠিক কার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়।
advertisement
View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

advertisement
advertisement
সমুদ্রের ধারে তুমুল নাচ করছেন রশ্মিকা ও বরুণ ধাওয়ান। রশ্মিকা পরেছেন ডেনিম জ্যাকেটের সঙ্গে শর্ট ড্রেস। অন্যদিকে বরুণ পরেছেন স্মার্ট ব্রাউন ও ব্ল্যাকের কম্বিনেশন। এই সাজে সমুদ্র সৈকতে আরবিয়ান গানে তুমুল নাচ জুড়লেন এই জুটি। যা ইতিমধ্যে ভাইরাল।
advertisement
এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে নতুন ছবির(Rashmika Mandanna and  Varun Dhawan) শ্যুটিংয়ে রয়েছেন এই জুটি। আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। অন্যদিকে বরুণ কিন্তু বলিউডের দক্ষ অভিনেতাদের মধ্যে একজন। সারা আলি খান, আলিয়া ভাট থেকে শুরু করে বেশ কিছু জনপ্রিয় নায়িকাদের সঙ্গে অনেকগুলি ছবি করে ফেলেছেন তিনি। তবে রশ্মিকা বি-টাউনে প্রথমবার কাজ করছেন। তবে বরুণ-রশ্মিকার জুটি যে বেশ হিট হবে, তা নেট মাধ্যমের উত্তেজনাতেই স্পষ্ট। এখন দেখা যায় সত্যিই তাঁরা এক সঙ্গে কাজ করেন কিনা। কিছুদিন আগেই রশ্মিকাকে দেখা গিয়েছে যশ রাজ ফ্লিমসে মিটিং করতে যেতে। মুম্বইয়ের বেশ কিছু জনপ্রিয় পরিচালকের সঙ্গেও কথা চলছে তাঁর। অন্যদিকে একইভাবে বলিউডে জোর চর্চা সামন্থাকে নিয়ে। যদিও অফিশিয়ালি দু'জনের কেউ এখনও স্পষ্ট করেননি কোন ছবিতে তাঁরা কাজ করছেন। তবে রশ্মিকা-বরুণের এই ভিডিও জোর জল্পনা বাড়িয়েছে বি-টাউনে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rashmika Mandanna-Varun Dhawan: জুটি বাঁধলেন বরুণ ধাওয়ান ও রশ্মিকা মন্দানা। তুমুল ভাইরাল এই জুটির নাচ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement