Urfi Javed: চেন দিয়ে বুক ঢেকে রাস্তায় ঘুরছেন উরফি জাভেদ! তখনই ঘটল বিপদ! অর্ধনগ্ন উরফির ভিডিও ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Urfi Javed: উরফির পোশাক দেখে অবাক সকলে। ভিডিও ভাইরাল হতেই সমালোচনা নেট দুনিয়ায়।
#মুম্বই: উরফি জাভেদ (Urfi Javed's Viral Video)। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
তবে সম্প্রতি উরফি(Urfi Javed's Viral Video) যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নানা রকম উদ্ভট পোশাক পরে শপিং মল থেকে রাস্তায় ঘুরে বেড়ানো উরফির প্রায় রোজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ান তিনি। এবারও ঠিক তাই করলেন।
advertisement
advertisement
খোলা বুকের ওপর চেন আর স্টারের মালা ঝুলিয়ে ঘুরে বেড়ালেন পাবলিক প্লেসে। সঙ্গে পরলেন কালো বিকিনি কাট অর্ন্তবাস ও নেট স্কার্ট। যা থেকে উরফির প্রায় গোটা শরীর স্পষ্ট। এভাবেই তাঁকে দেখতে পেয়ে ছুটে এলেন পাপারাৎজিরা। ফটো তুলতে গিয়ে বার বার নিজের চেন-স্টার টপ ঠিক করতে দেখা গেল নায়িকাকে। মাঝে মধ্যেই সেই চেনের ফাঁকে উঁকি দিচ্ছে শরীর।
advertisement
advertisement
তবে শুধু পাপারাৎজিরা নন। তাঁকে দেখে সাধারণ মানুষও ভিড় জমালেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। ফের নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন উরফির(Urfi Javed's Viral Video)। তবে সেদিকে খেয়াল নেই তাঁর। নিজেই মশগুল নিজের দুনিয়ায়। উরফি এভাবেই চর্চায় আসেন । কয়েক দিন আগেই 'নীল ছবি' নিয়ে উরফির একটি প্রাঙ্ক ভিডিও সামনে এসেছিল। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল। এমনকি উরফি ইতিমধ্যে পাপারাৎজিদের বলেছেন, 'আমি যদি উরফি লেখা টিশার্ট দিই, আপনারা পরবেন?" বোঝো কাণ্ড এবার নিজের নাম লেখা টিশার্ট পরাবেন উরফি জাভেদ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 6:28 PM IST