শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। অভিনেত্রীর এই মন্তব্যের জন্য তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশি তদন্তের দাবি করেছেন। অভিনেত্রীর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী বলেন, "আমি শুনেছি এবং বিষয়টির চরম নিন্দা করি। ভূপালের পুলিশ কমিশনারকে বিষয়টি জানিয়েছি এবং এর তদন্ত করে ২৪ ঘন্টার মধ্যে একটি রিপোর্ট দিতে বলেছি। এরপরে আমরা দেখব এই বিষয়ে আর কী পদক্ষেপ করা যায়।"
advertisement
একটি ভিডিও ভাইরাল হয় যেখানে শ্বেতা তিওয়ারি কে তার অন্তর্বাস প্রসঙ্গে ভগবানের কথা টেনে আনতে দেখা যায়। অভিনেত্রী (Shweta Tiwari) সেখানে বলছেন, "আমার ব্রা সাইজ ভগবান নিয়ে রেখেছেন"। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বহু নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে নিন্দা চলছে।
আরও পড়ুন- সুরজ তুমি খুব ভাগ্যবান পুরুষ! মৌনীর বিয়েতে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানালেন স্মৃতি ইরানি
প্রসঙ্গত ওয়েব সিরিজ 'শো স্টপার' ফ্যাশন নিয়ে তৈরি। ওয়েব সিরিজে অভিনেতা সৌরভ রাজ 'ব্রা ফিটার' এর চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৌরভ পৌরাণিক সিরিয়াল মহাভারত-এ কৃষ্ণের চরিত্র অভিনয় করেছেন। ওয়েব সিরিজে সৌরভ অভিনীত চরিত্র সম্পর্কে শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভও।
আরও পড়ুন- সাতপাকে বাঁধা পড়লেন মৌনি! বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে
বৃহস্পতিবার ভোপাল থেকে মুম্বইতে ফিরেছেন শ্বেতা তিওয়ারি। উল্লেখ্য অভিনেত্রীর মেয়ে পলক তিওয়ারিও ইতিমধ্যেই বিনোদন জগতে নজর কেড়েছেন। পাঞ্জাবি গায়ক হার্ডি কর এর মিউজিক ভিডিওতে কাজ করেছেন পলক। বিজলী নামের সেই মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।