২০২১, নভেম্বর। 'দেশের মাটি'র গল্প ফুরোতেই শুরু হয়েছিল শ্রুতির লড়াই। ঝুলিতে দু'টি জনপ্রিয় ধারাবাহিক। তবু কাজের অপেক্ষায় দিন গুনতে হয়েছে কাটোয়া থেকে উঠে আসা মেয়েটিকে। কখনও কাজের চেষ্টা করেছেন, কখনও প্রতাখ্যাত হয়েছেন, ফের ঘুরে দাঁড়িয়েছেন। অবশেষে এক বছর পর ক্যামেরার সামনে। শ্রুতির কথায়, "অভিনয় করতে গেলে সব সময়ই একটু টেনশন হয়। কিন্তু সেটা যাতে পর্দায় ফুটে না ওঠে, সেই দিকে নজর রাখি।"
advertisement
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
বিগত এক বছরে শ্রুতির জীবন থেকে হারিয়ে গিয়েছিল শ্যুটিং ফ্লোরের ব্যস্ততা। কখনও কাটোয়া, কখনও পাহাড়, ইতিউতি ঘুরে বেড়ানোই ছিল তাঁর মন খাারাপের ওষুধ। আপাতত তিনি শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত। তাঁর কথায়, "অনেক দিন পর আবার টানা কাজ করছি। ১৪ ঘণ্টাও শ্যুট করতে হচ্ছে। রোদের মধ্যে অনেক সময় ব্ল্যাক আউটও হচ্ছে। তবে ফের অভ্যাস হয়ে যাবে জানি। আমার আর গৌরবের জুটি ফিরিয়ে আনা হয়েছে। যাঁরা আমাকে এই সুযোগ দিয়েছেন, তাঁদের মুখ রাখতেই হবে।"