TRENDING:

Shruti Das: 'বাবার মতো...', বয়সের তফাত নিয়ে কটাক্ষ, স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আদুরে মুহূর্ত

Last Updated:

Shruti Das: দিন কয়েক আগেই কলকাতার কাছে এক সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছিলেন স্বর্ণেন্দু এবং শ্রুতি। সময় কাটিয়েছিলেন নিজেদের মতো করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বয়স তো শুধুই সংখ্যা। কে কী বলল, তা নিয়েও বিশেষ ভাবিত নন তাঁরা। শ্যুটিং ফ্লোরের ব্যস্ততার মাঝেই চুপিচুপি মিলে গিয়েছিল দু’টি মন। দেখতে দেখতে কেটেছে তিন বছর। শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমের গল্প যেন রূপকথা।
advertisement

‘ত্রিনয়নী’ ধারাবাহিকে কাজের সুবাদে দু’জনের আলাপ। পরিচালক স্বর্ণেন্দু, নামভূমিকায় শ্রুতি। নিছক আলাপ থেকে বন্ধুত্ব। তার পর সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। ফের ‘রাঙা বউ’ ধারাবাহিকে স্বর্ণেন্দুর পরিচালনায় কাজ করছেন শ্রুতি। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে দিন কয়েক আগেই কলকাতার কাছে এক সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সময় কাটিয়েছিলেন নিজেদের মতো করে। সমুদ্রের পারে দাঁড়িয়ে ভালবাসার মুহূর্তকে লেন্সবন্দি করেছেন শ্রুতি। সেই ভিডিও ভাগও করে নিয়েছেন সকলের সঙ্গে।

advertisement

আরও পড়ুন-ফাঁস হয়ে গেল উরফির ‘বেডরুম সিক্রেট’, শুনলে রাতের ঘুম উড়ে যাবে

আরও পড়ুন-সর্বনাশ! এ কী করলেন শাহরুখ! গৌরীর ‘এই’ সিক্রেট ফাঁস করে দিলেন জনসমক্ষে, তারপর যা হল…

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

স্বর্ণেন্দুর উদ্দেশ্যে শ্রুতি লিখেছেন, ‘বাবার মতো ভাল মানুষকে যখন নিজের সঙ্গী হিসেবে পাওয়া যায়।’ অভিনেত্রীর সেই পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। অনেকেই আবার জানতে চেয়েছেন, বিয়ের পিঁড়িতে কবে বসবেন তাঁরা? দিন কয়েক আগে নিউজ18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানান, আগামী বছর অর্থাৎ ২০২৪-এ বয়সে ১৪ বছরের স্বর্ণেন্দুকে বিয়ে করবেন তিনি। আপাতত নতুন সংসারের স্বপ্ন বুনছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shruti Das: 'বাবার মতো...', বয়সের তফাত নিয়ে কটাক্ষ, স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আদুরে মুহূর্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল