Shahrukh-Gauri: সর্বনাশ! এ কী করলেন শাহরুখ! গৌরীর 'এই' সিক্রেট ফাঁস করে দিলেন জনসমক্ষে, তারপর যা হল...

Last Updated:
Shahrukh-Gauri: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে, বলিউডের বাদশা এমন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়৷
1/5
শাহরুখ খানকে নিয়ে চর্চার শেষ নেই৷ বলিউডের বাদশার ব্যক্তিগত জীবন জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে শুধু শাহরুখ নন,বলিউডের পাওয়ার কাপল শাহরুখ ও গৌরীকে নিয়েও চর্চা কম হয় না৷
শাহরুখ খানকে নিয়ে চর্চার শেষ নেই৷ বলিউডের বাদশার ব্যক্তিগত জীবন জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে শুধু শাহরুখ নন,বলিউডের পাওয়ার কাপল শাহরুখ ও গৌরীকে নিয়েও চর্চা কম হয় না৷
advertisement
2/5
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে, বলিউডের বাদশা এমন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে, বলিউডের বাদশা এমন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন যা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়৷
advertisement
3/5
ফারহা খানের পুরনো সেলিব্রিটি চ্যাট শো -তে শাহরুখকে বলতে শোনা যায়, স্ত্রী গৌরী কখনওই তাকে কোনও উপহার দেননি৷ তিনি অজুহাত দিয়ে সবসময় বলেন, যে আমি এমন একজনকে কী উপহার দেব, যার কাছে সবকিছু রয়েছে৷
ফারহা খানের পুরনো সেলিব্রিটি চ্যাট শো -তে শাহরুখকে বলতে শোনা যায়, স্ত্রী গৌরী কখনওই তাকে কোনও উপহার দেননি৷ তিনি অজুহাত দিয়ে সবসময় বলেন, যে আমি এমন একজনকে কী উপহার দেব, যার কাছে সবকিছু রয়েছে৷
advertisement
4/5
 অভিনেতা সাক্ষাৎকারে আরও জানান, একবার মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন শাহরুখ খান৷ সেই সময় কয়েক মাসের জন্য লন্ডনে থাকতে হয়েছিল কিং খানকে৷ সেখানে গিয়ে একটি স্টোর থেকে জামা কিনেছিলেন তাও সেটা বড় হয়ে গিয়েছিল৷ তিনি গৌরীকে এই টি-শার্টটি ফিরিয়ে কটনের একটি শার্ট আনতে বলেন৷ তবে গৌরী ফিরে এসে শাহরুখকে বলেন, জামাটি তারা ফেরত নেয়নি৷
অভিনেতা সাক্ষাৎকারে আরও জানান, একবার মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন শাহরুখ খান৷ সেই সময় কয়েক মাসের জন্য লন্ডনে থাকতে হয়েছিল কিং খানকে৷ সেখানে গিয়ে একটি স্টোর থেকে জামা কিনেছিলেন তাও সেটা বড় হয়ে গিয়েছিল৷ তিনি গৌরীকে এই টি-শার্টটি ফিরিয়ে কটনের একটি শার্ট আনতে বলেন৷ তবে গৌরী ফিরে এসে শাহরুখকে বলেন, জামাটি তারা ফেরত নেয়নি৷
advertisement
5/5
 এই টি-শার্টের পিছনে রয়েছে অন্য এক রহস্য৷ সেটাও ফাঁস করেছিলেন কিং খান৷ শাহরুখ খান জানান, গৌরী টি-শার্ট পরিবর্তন করে আমার জন্য কিছু আনেননি বরং তিনি বলেন ও হাসপাতালে রয়েছে, ওর কোনও নতুন জামাকাপড় লাগবে না৷ বরং টি-শার্টের বদলে নিজের জন্য একটি হ্যান্ডব্যাগ কিনেছিলেন গৌরী৷
এই টি-শার্টের পিছনে রয়েছে অন্য এক রহস্য৷ সেটাও ফাঁস করেছিলেন কিং খান৷ শাহরুখ খান জানান, গৌরী টি-শার্ট পরিবর্তন করে আমার জন্য কিছু আনেননি বরং তিনি বলেন ও হাসপাতালে রয়েছে, ওর কোনও নতুন জামাকাপড় লাগবে না৷ বরং টি-শার্টের বদলে নিজের জন্য একটি হ্যান্ডব্যাগ কিনেছিলেন গৌরী৷
advertisement
advertisement
advertisement