TRENDING:

Shriya Saran: আর একটু হলেই...কাটআউট ডেনিম পোশাকে সাংঘাতিক ঝুঁকি, শ্রিয়াকে দেখে নিন্দার ঝড়

Last Updated:

Shriya Saran: সম্প্রতি শনিবার রাতে সাহসী নীল রঙের পোশাকে শ্রিয়াকে দেখে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে শ্রিয়ার এই লুক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরণ। বলিউডে বেশ কয়েকটি ছবি করে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। বিশেষ করে অজয় দেবগণের বিপরীতে ‘দৃশ্যম’ ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে নিজের জায়গা করে নিয়েছেন শ্রিয়া। সম্প্রতি শনিবার রাতে সাহসী নীল রঙের পোশাকে শ্রিয়াকে দেখে রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের৷
advertisement

অফ শোল্ডার নীল রঙের কাট আউট পোশাক পরে একটি ইভেন্টে গিয়েছিলেন শ্রিয়া৷ সেখান থেকে বেরানোর সময়ে অভিনেত্রীকে ঘিরে ধরেন পাপারাৎজিরা৷ কাটআউট পোশাকে স্পষ্ট ছিল শরীরের প্রতিটা খাঁজ৷ কোমরের ভাঁজে চোখ আটকে ছিল নেটিজেনদের৷ প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে শ্রিয়া এই পোশাক পরলেও চরম ট্রোলের মুখে পড়েছিলেন৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে শ্রিয়ার এই লুক৷

advertisement

আরও পড়ুন-‘আমি রাঘবকে বিয়ে করিনি’, এ কী ফাঁস করলেন পরিণীতি! মুখ খুলতেই তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন-সংসারে নাকি ভাঙন? জল্পনার মধ্যেই কাছাকাছি এলেন ভিকি-ক্যাট, ভাইরাল ‘হলিডে’র ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রিয়ার এই বোল্ড লুক দেখে অনেকেই উরফির সঙ্গে তুলনা টেনেছেন৷ নেটিজেনদের একাংশ বলেছেন, শ্রিয়ার সঙ্গে পোশাকটি মোটেই মানানসই নই৷ একাধিক কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ ওয়ারড্রোব ম্যালফাংশনের ঝুঁকি নিতেই কটাক্ষে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার সাহসী পোশাকে দেখা গিয়েছে শ্রিয়াকে৷ বোল্ড অ্যান্ড সেক্সি লুকে শ্রিয়াকে দেখে কাঁপছে সাইবারবাসী। প্রতিটি ছবিতেই মোহময়ী শ্রিয়া। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ শ্রিয়া। নিজের ব্যক্তিগত জীবন হোক বা চলচ্চিত্র জীবন সবকিছুই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শ্রিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shriya Saran: আর একটু হলেই...কাটআউট ডেনিম পোশাকে সাংঘাতিক ঝুঁকি, শ্রিয়াকে দেখে নিন্দার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল