বলিউড সূত্রে খবর, শ্রেয়স সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল। তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি।
আরও পড়ুন: ক্যাটরিনা নয়, সমুদ্রতীরে স্বামী ভিকির কোল-বুক জড়িয়ে শুয়ে ‘ভাবি টু’! কে এই রহস্যময়ী?
advertisement
শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়। একাধিক হিট হিন্দি এবং মারাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়স তলপড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের কেরিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।
আরও পড়ুন: লেবু খাওয়া ভাল, তাই বলে রোজ? প্রতিদিন লেবু খাবেন, নাকি কোনও নিয়ম রয়েছে, জানুন
ইকবাল, হাউজফুল, গোলমাল, পোস্টার বয়েজ, ওম শান্তি ওমের মতো একাধিক হিট ছবির অভিনেতা শ্রেয়স। সম্প্রতি শ্যুটিং করছিলেন অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবিতে। এই ছবিতে দেখা যাবে রবিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল-সহ একাধিক অভিনেতাকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F