TRENDING:

Shehnaaz Gill Viral Video : ‘ইচ্ছা তো সবারই হয়, কিন্তু টাকা না থাকলে…’, ফ্যাশন নিয়ে শেহনাজের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Shehnaaz Gill at Lakme Fashion Week : সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪-এর পঞ্চম দিনে র‍্যাম্পে হাঁটেন শেহনাজ গিল। র‍্যাম্প ওয়াকের পর সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মাতেন শেহনাজ। খোলামেলা কথা বলেন সব বিষয়ে। সেখানে স্টাইল এবং ফ্যাশন নিয়ে বলা তাঁর বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আবার সংবাদের শিরোনামে শেহনাজ গিল। মন খুলে কথা বলেন। রাখঢাক নেই। তাঁর এই স্বভাবের জন্যই সর্বাধিক পরিচিত অভিনেত্রী। সম্প্রতি ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪’-এর পঞ্চম দিনে র‍্যাম্পে হাঁটেন শেহনাজ। ডিজাইনার দীক্ষা খান্নার নীল জাম্পস্যুটে তাঁকে মানিয়েছিলও চমৎকার।
শেহনাজ গিল
শেহনাজ গিল
advertisement

র‍্যাম্প ওয়াকের পর সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মাতেন শেহনাজ। খোলামেলা কথা বলেন সব বিষয়ে। সেখানেই স্টাইল এবং ফ্যাশন নিয়ে তাঁর বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী বলেছেন বিগ বস খ্যাত অভিনেত্রী?

আরও পড়ুন: সাপের বিষ নিয়ে পার্টি! গ্রেফতার বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদব

advertisement

শেহনাজের কথায়, ‘আমার মনে হয়, একটু বড়লোক হওয়ার দরকার আছে। তবেই এসব সম্ভব। আমাকে দেখতে ভাল লাগবে, এটা সবাই চায়। কিন্তু টাকাপয়সা গুরুত্বপূর্ণ। টাকা থাকলে সবকিছু করা যায়। আর টাকা না থাকলে কিছুই সম্ভব নয়। আমার মনে হয়, আমি সব ধরণের পোশাকেই সমান স্বচ্ছন্দ্য। আমার জন্য এটাই স্টাইল’।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ অভিনেতা পার্থসারথি দেব! রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে

advertisement

শেহনাজের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনরা প্রশংসাই করেছেন অভিনেত্রীর। তাঁদের স্পষ্ট বক্তব্য, ‘শেহনাজ সৎ, তাই সত্যিটা বলতে পারলেন’। একজন লিখেছেন, ‘এটা দুঃখজনক কিন্তু সত্য’। আরেকজনের কমেন্ট, ‘শেহনাজ অত্যন্ত সততার সঙ্গে সত্যিটা বলেছেন’।

তবে শুধু শেহনাজের বক্তব্য নয়, ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪-এ অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্টের ভূয়সী প্রশংসাও করেছেন নেটিজেনরা। তাঁকে ‘ফ্যাশন আইকন’ তকমাও দিয়েছেন অনেকে। শেহনাজের পরনে ছিল দীক্ষা খান্নার ডিজাইন করা নীল রঙের জাম্পস্যুট। সঙ্গে নীল ডেনিমের জ্যাকেট। নেটিজেনরা লিখেছেন, ‘শেহনাজের সঙ্গে আমজনতা একাত্ম হতে পারে, এ জন্যই এত জনপ্রিয় তিনি’। আরেকজন লিখেছেন, ‘যে কোনও পোশাকেই সমান মানানসই শেহনাজ’। একজন তো সরাসরি ‘স্টাইলিশ গার্ল’-এর তকমা দিয়েছেন শেহনাজকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, জানা গিয়েছে, বরুণ শর্মার সঙ্গে ‘সব ফার্স্ট ক্লাস’ ছবিতে অভিনয় করবেন শেহনাজ গিল। আদ্যন্ত পারিবারিক বিনোদনমূলক এই ছবির প্রযোজক বলবিন্দর সিং জানজুয়া। ২০ জানুয়ারি একটি ইনস্টাগ্রাম পোস্টে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন শেহনাজ। অভিনেত্রী বরুণ শর্মা, বলবিন্দর সিং জঞ্জুয়া, মুরাদ খেতানিকে উদ্দেশ্য করে  লিখেছিলেন, ‘২০২৪-এ শুরু হচ্ছে ‘।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill Viral Video : ‘ইচ্ছা তো সবারই হয়, কিন্তু টাকা না থাকলে…’, ফ্যাশন নিয়ে শেহনাজের মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল