YouTuber Elvish Yadav : সাপের বিষ নিয়ে পার্টি! গ্রেফতার বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদব

Last Updated:

বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় নয়ডা পুলিশ গ্রেফতার করেছে।

কেন পুলিশের জালে এলভিশ যাদব? সাপের বিষ কীভাবে রেভ পার্টিতে ব্যবহৃত হয়? আর কীভাবেই বা এটা মানবদেহের ক্ষতি করে? জানুন বিশদে
কেন পুলিশের জালে এলভিশ যাদব? সাপের বিষ কীভাবে রেভ পার্টিতে ব্যবহৃত হয়? আর কীভাবেই বা এটা মানবদেহের ক্ষতি করে? জানুন বিশদে
নয়ডা: বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় নয়ডা পুলিশ গ্রেফতার করেছে। মামলটিতে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির 120B ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী করা হয়েছিল তাঁকে। আজ এলভিশকে আদালতে হাজির করা হবে। শেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তাঁকে  ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে। নয়ডা পুলিশ আগামী কয়েক দিনের মধ্যে তাঁর পুলিশি হেফাজতও চাইবে।
X-এ এক সংবাদ মাধ্যম লেখে, “নয়ডা পুলিশ ইউটিউবার এবং বিগ বস জয়ী এলভিশ যাদবকে গ্রেফতার করেছে। তাঁকে আজ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন নয়ডার ডিসিপি বিদ্যা সাগর মিশ্র।”
advertisement
নভেম্বরের শুরুতে নয়ডা সেক্টর ৪৯-এ অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে পাঁচটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছিল। অভিযানে আরও ৯ টি সাপও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল। ঘটনাস্থলে সাপের বিষও পাওয়া গিয়েছে। পরবর্তী তদন্তে, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা এলভিশের নাম নিয়েছিল।
advertisement
advertisement
ফেব্রুয়ারিতে, পুলিশ জানায় যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) রিপোর্ট অনুসারে কোবরা এবং ক্রাইট প্রজাতির সাপের বিষ পাওয়া গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় সেই সময়ে ভাইরাল হয় তাঁর ভিডিওটি, সেখানে দেখা গিয়েছিল এলভিশ বলছেন, “ আমি পার্টিতে কোথায় ছিলাম? পুলিশতো আমাকে খুঁজেই পায়নি, আমি তো মুম্বইতে ছিলাম। গুগলে পিএফএ সার্চ করে তো বুঝেই গেছেন যে ঠিক কী হয়। কোনও সাধারন মানুষের নামে মিথ্যা কেস দেয়, তারপর আবার অনুরোধ করা হয় কেস তুলে নেওয়ার জন্য। যে আমি ওই পার্টিতে ছিলাম সেটা কীভাবে প্রমাণ হয় আমিও দেখব।”
advertisement
প্রসঙ্গত, এলভিশকে গত বছরের ৭ নভেম্বর এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, সে দাবি করে যে নয়ডায় রেভ পার্টিতে সাপগুলি গায়ক ফাজিলপুরিয়া সরবরাহ করেছিলেন। ইউটিউবারের সাপ ধরে রাখার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, ফাজিলপুরিয়া পরে স্পষ্ট করেছেন যে ভাইরাল ভিডিওটি তার একটি অ্যালবামের শ্যুটের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
YouTuber Elvish Yadav : সাপের বিষ নিয়ে পার্টি! গ্রেফতার বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement