YouTuber Elvish Yadav : সাপের বিষ নিয়ে পার্টি! গ্রেফতার বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদব
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় নয়ডা পুলিশ গ্রেফতার করেছে।
নয়ডা: বিগ বস জয়ী ও ইউটিউবার এলভিশ যাদবকে সাপের বিষের মামলায় নয়ডা পুলিশ গ্রেফতার করেছে। মামলটিতে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির 120B ধারার অধীনে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী করা হয়েছিল তাঁকে। আজ এলভিশকে আদালতে হাজির করা হবে। শেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে। নয়ডা পুলিশ আগামী কয়েক দিনের মধ্যে তাঁর পুলিশি হেফাজতও চাইবে।
X-এ এক সংবাদ মাধ্যম লেখে, “নয়ডা পুলিশ ইউটিউবার এবং বিগ বস জয়ী এলভিশ যাদবকে গ্রেফতার করেছে। তাঁকে আজ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন নয়ডার ডিসিপি বিদ্যা সাগর মিশ্র।”
advertisement
নভেম্বরের শুরুতে নয়ডা সেক্টর ৪৯-এ অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে পাঁচটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছিল। অভিযানে আরও ৯ টি সাপও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছিল। ঘটনাস্থলে সাপের বিষও পাওয়া গিয়েছে। পরবর্তী তদন্তে, যাদের গ্রেফতার করা হয়েছিল তারা এলভিশের নাম নিয়েছিল।
advertisement
Noida Police arrests YouTuber and Bigg Boss OTT 2 winner Elvish Yadav. He will be presented in the Court today: DCP Noida Vidya Sagar Mishra
Further details awaited.
(file pic) pic.twitter.com/ZVxh7rM5rK
— ANI (@ANI) March 17, 2024
advertisement
ফেব্রুয়ারিতে, পুলিশ জানায় যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) রিপোর্ট অনুসারে কোবরা এবং ক্রাইট প্রজাতির সাপের বিষ পাওয়া গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় সেই সময়ে ভাইরাল হয় তাঁর ভিডিওটি, সেখানে দেখা গিয়েছিল এলভিশ বলছেন, “ আমি পার্টিতে কোথায় ছিলাম? পুলিশতো আমাকে খুঁজেই পায়নি, আমি তো মুম্বইতে ছিলাম। গুগলে পিএফএ সার্চ করে তো বুঝেই গেছেন যে ঠিক কী হয়। কোনও সাধারন মানুষের নামে মিথ্যা কেস দেয়, তারপর আবার অনুরোধ করা হয় কেস তুলে নেওয়ার জন্য। যে আমি ওই পার্টিতে ছিলাম সেটা কীভাবে প্রমাণ হয় আমিও দেখব।”
advertisement
প্রসঙ্গত, এলভিশকে গত বছরের ৭ নভেম্বর এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়, সে দাবি করে যে নয়ডায় রেভ পার্টিতে সাপগুলি গায়ক ফাজিলপুরিয়া সরবরাহ করেছিলেন। ইউটিউবারের সাপ ধরে রাখার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে, ফাজিলপুরিয়া পরে স্পষ্ট করেছেন যে ভাইরাল ভিডিওটি তার একটি অ্যালবামের শ্যুটের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 11:27 AM IST