TRENDING:

Shehnaaz Gill : এত ভাল সম্পর্ক, তাও সলমনের ছবি থেকে বাদ পড়লেন শেহনাজ? তির্যক মন্তব্য অভিনেত্রীর

Last Updated:

Shehnaaz Gill : কভি ইদ কভি দিওয়ালি ছবিতে জায়গা করে নেন শেহনাজ। কিন্তু সম্প্রতি খবর ছড়ায়, ছবি থেকে বাদ পড়েছেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগবস-এর ঘর থেকেই সলমন খানের পছন্দের পাত্রী শেহনাজ গিল। শেহনাজের সারল্য ও সোজা সাপটা ব্যবহারে মুগ্ধ হন সলমন। তাই সলমনের ছবিতেও জায়গা পেতে দেরি হয়নি তাঁর। কভি ইদ কভি দিওয়ালি ছবিতে জায়গা করে নেন শেহনাজয কিন্তু সম্প্রতি খবর ছড়ায়, ছবি থেকে বাদ পড়েছেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শেহনাজ নিজেই।
এত ভাল সম্পর্ক, তাও সলমনের ছবি থেকে বাদ পড়লেন শেহনাজ? তির্যক মন্তব্য অভিনেত্রীর
এত ভাল সম্পর্ক, তাও সলমনের ছবি থেকে বাদ পড়লেন শেহনাজ? তির্যক মন্তব্য অভিনেত্রীর
advertisement

সরাসরি কিছু না বলে ইনস্টাগ্রামে শেহনাজ লিখলেন, "হাহা! বিগত কয়েক সপ্তাহ ধরে এই সব গুজবই আমার মনোরঞ্জন করছে রোজ। আমি অপেক্ষা করে আছি, কবে দর্শকরা ছবিটি দেখবেন এবং ছবিতে আমায় দেখবেন।"

খবর ছড়ায় যে, শেহনাজ আরও একটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরেই কভি ইদ কভি দিওয়ালি-র নির্মাতারা তাঁকে সেই ছবি থেকে বেরিয়ে যেতে বলেন। এমনও খবর ছড়ায় যে শেহনাজের যে চরিত্রে অভিনয় করার কথা, সেখানে অভিনয় করবেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। তবে শেহনাজ এই সবটাই গুজব বলে দাবি করেছেন। তিনি নিশ্চয়তার সঙ্গে বলেছেন, ছবিতে তিনিই থাকছেন।

advertisement

আরও পড়ুন- ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা! হাসপাতালে ভর্তি অভিনেতা শৈবাল ভট্টাচার্য

'কভি ইদ কভি দিওয়ালি' ছবির ঘোষণা হওয়ার পর থেকেই সেটি আলোচনার কেন্দ্রে। ছবিতে সলমনের লুকও প্রকাশ্যে এসেছে। পরনে কালো টিশার্টের উপরে কালো জ্যাকেট আর লম্বা চুল। সলমনে এই লুক দেখে তাঁক অনুরাগীরা ইতিমধ্যেই হইচই শুরু করে দিয়েছে। এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। তবে শেষ পর্যন্ত ছবিতে শেহনাজকে দেখা যাবে নাকি সেই জায়গায় পলককে দেখা যাবে তা সময়ই বলবে।

advertisement

আরও পড়ুন- 'গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালবাসি', কলকাতা চলন্তিকার প্রথম গান প্রকাশ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত, সলমন এছাড়াও তাঁর আরও একটি ছবি টাইগার থ্রি নিয়ে ব্যস্ত। সেই ছবিতে তাঁর বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়াও বিগবস সিজন ১৬ নিয়েও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে বিগবস।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill : এত ভাল সম্পর্ক, তাও সলমনের ছবি থেকে বাদ পড়লেন শেহনাজ? তির্যক মন্তব্য অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল