Saibal Bhattacharya : ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা! হাসপাতালে ভর্তি অভিনেতা শৈবাল ভট্টাচার্য
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Saibal Bhattacharya :গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও করেন শৈবাল।
#কলকাতা: আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন। হাতে কাজ থাকলেও সেই অবসাদের জেরেই সোমবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করেন সেই অবস্থায়।
গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় একটি ভিডিও করেন শৈবাল। কসবায় নিজের ফ্ল্যাট থেকেই সেই ভিডিও করেছেন তিনি। কথাবার্তাও ছিল জড়ানো। কোনও ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেছেন অভিনেতা। আর তার পরেই ক্যামেরার সামনে মদ্যপ এবং আহত অবস্থায় এসে তিনি বেশ কিছু কথা বলেন।

advertisement
advertisement
ভিডিওয় শৈবালকে বলতে শোনা যাচ্ছে, "আমি অপারগ হয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম।" ভিডিওয় জড়ানো অবস্থায় স্ত্রী ও শাশুড়ি সম্পর্কেও কিছু বলার চেষ্টা করছিলেন শৈবাল। কিন্তু তার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।
advertisement
ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথায় ও ডান পায়ে আঘাত করেন অভিনেতা। কাজের জগৎ নিয়ে অবসাদ তৈরি হয়েছিল। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন অবসাদের কারণেই এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। তাই পরিবার সহ টেলিপাড়ার অভিনেতারাও তাঁর খবরে উদ্বিগ্ন।
advertisement
Susobhan Bhattacharya
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 1:37 PM IST